তফসিলভুক্ত অপরাধের বিষয়ে কোনো ব্যক্তি সরাসরি আদালতে অভিযোগ দায়ের করতে পারবে না, দুর্নীতি দমন কমিশনের ১৩(৩)-এর এমন বিধি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রুল জারি করেন।
আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, দুদকের চেয়ারম্যান, সচিবসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
সুবীর নন্দী বলেন, নাগরিকেরা কোথায়, কীভাবে মামলা করবেন সেটা আইনে বলা আছে। কিন্তু বিধি করে মামলা করার অধিকার খর্ব করা—এটা দুর্নীতি দমন কমিশন করতে পারে না। আর অভিযোগ করলে আদালত কী করবেন সে সম্পর্কেও বিধিতে বলে দিচ্ছে। এটাও দুদক করতে পারে না। কেননা, আদালত আইন অনুযায়ী স্বাধীনভাবে তাঁর কার্যক্রম পরিচালনা করবেন।
দুদক নিজেই মামলা করার ক্ষমতাসংক্রান্ত বিষয়ে বিধিমালা, ২০০৭ সংশোধন করে ২০১৯ সালে গেজেট জারি করে। ওই সময় সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস রিট করলে থানার পরিবর্তে দুদক কার্যালয়ে এজাহার দায়ের করা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই বিধিমালার ১৩ (৩) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে গত ৯ জুন সম্পূরক আবেদনটি করা হয়।