হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে যুবক কারাগারে

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

বিদ্যালয়ের যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বখাটে এক যুবককে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান এই সাজা দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম খোন্দকার আমিনুর রহমান ওরফে সোহাগ (২২)। তাঁর বাড়ি ঘিওরের পুখুরিয়া গ্রামে। 

উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্কুল চলাকালে আশপাশে আমিনুরসহ কয়েকজন আড্ডা দেন। বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ছাত্রীদের তাঁরা উত্ত্যক্ত করতেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে উত্ত্যক্ত করেন আমিনুর। এ সময় ওই ছাত্রীরা এর প্রতিবাদ করলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। এরপর আমিনুরকে আটক করে এলাকাবাসী।

খবর পেয়ে বেলা ১২টার দিকে ঘিওর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর আটক আমিনুরকে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। এর পরপরই সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান। এরপর বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিচারক ওই যুবককে এক মাসের কারাদণ্ড দেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, প্রায়ই বিদ্যালয় চলাকালে বখাটে ছেলেরা বিদ্যালয়ের আশপাশে আড্ডা দেয়। মেয়েরা স্কুলে আসা-যাওয়ার সময় তারা উত্ত্যক্ত করে। আজ এক বখাটেকে সাজা দেওয়ার ঘটনায় অন্যরা সাবধান হবে। এতে ইভটিজিং বা উত্ত্যক্তের ঘটনা কমে আসবে। 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, কারাদণ্ডপ্রাপ্ত ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও হামিদুর রহমান বলেন, ছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কেউ উত্ত্যক্ত করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক এবং এলাকাবাসীদের সতর্ক থাকতে হবে।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫