হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলায় ট্রাকের চাপায় মনিরুল ইসলাম (৩৫) ও ফারজানা ইসলাম (৩০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার মাদারীপুর শরীয়তপুর শেখ হাসিনা মহাসড়কের পৌর শিশুপার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলামের বাড়ি পটুয়াখালী জেলায় ও তাঁর স্ত্রীর বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানায়। মনিরুল ইসলাম শরীয়তপুর গ্রামীণ ব্যাংকের ডোমসার শাখার ম্যানেজার ও স্ত্রী ফারজানা আক্তার ওই শাখার কেন্দ্রীয় ব্যবস্থাপক। নিহতেরা সম্পর্কে স্বামী স্ত্রী।

স্থানীয়রা ও পুলিশ জানান, মনিরুল ইসলাম ও তাঁর স্ত্রী ফারজানা আক্তার মোটরসাইকেলযোগে শরীয়তপুরের দিকে যাচ্ছিলেন। অপরদিকে মাদারীপুর ট্রাকস্ট্যান্ডের দিকে আসা একটি দ্রুতগামী ট্রাক শিশুপার্ক এলাকায় তাঁদের পেছন দিয়ে ধাক্কা দেয়।  পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁদের মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায় গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করে। তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার শাকিল। 

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, দুজন নিহতের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার মামলা দিলে আমলে নেওয়া  হবে।

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে