হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলায় ট্রাকের চাপায় মনিরুল ইসলাম (৩৫) ও ফারজানা ইসলাম (৩০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার মাদারীপুর শরীয়তপুর শেখ হাসিনা মহাসড়কের পৌর শিশুপার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলামের বাড়ি পটুয়াখালী জেলায় ও তাঁর স্ত্রীর বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানায়। মনিরুল ইসলাম শরীয়তপুর গ্রামীণ ব্যাংকের ডোমসার শাখার ম্যানেজার ও স্ত্রী ফারজানা আক্তার ওই শাখার কেন্দ্রীয় ব্যবস্থাপক। নিহতেরা সম্পর্কে স্বামী স্ত্রী।

স্থানীয়রা ও পুলিশ জানান, মনিরুল ইসলাম ও তাঁর স্ত্রী ফারজানা আক্তার মোটরসাইকেলযোগে শরীয়তপুরের দিকে যাচ্ছিলেন। অপরদিকে মাদারীপুর ট্রাকস্ট্যান্ডের দিকে আসা একটি দ্রুতগামী ট্রাক শিশুপার্ক এলাকায় তাঁদের পেছন দিয়ে ধাক্কা দেয়।  পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁদের মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায় গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করে। তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার শাকিল। 

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, দুজন নিহতের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার মামলা দিলে আমলে নেওয়া  হবে।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১