হোম > সারা দেশ > ঢাকা

১৮ ঘণ্টা পর ঢাকা-আশুলিয়া মহাসড়কে যান চলাচল শুরু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ করতে গিয়ে মহাসড়কের নিচে থাকা গ্যাসের লাইন লিকেজের ফলে প্রায় ১৮ ঘণ্টা ধরে ঢাকা-আশুলিয়া মহাসড়কের যানচলাচল বন্ধ ছিল। 

আবদুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের আবদুল্লাহপুর মাছের আড়তের বিপরীত পাশের সড়কে শনিবার রাত ২টা ৪৫ মিনিটে গ্যাসের লাইন লিকেজ হয়। এরপর থেকে আজ রোববার রাত ৯টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে রাত ৯টা ৫ মিনিটের দিকে সড়ক খুলে দিলে যান চলাচল শুরু হয়। 

ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রজেক্ট ম্যানেজার কুতুব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘উড়াল সেতুর পিলারের জন্য পাইলিংয়ের কাজ করতে গিয়ে সড়কের নিচে থাকা তিতাস গ্যাসের লাইন ছিদ্র হয়ে যায়। আমরা কাজের সময় তিতাস গ্যাস লাইন লিকেজের বিষয়টি বুঝতে পারিনি।’ 

প্রত্যক্ষদর্শী পথচারী, দোকানদাররা আজকের পত্রিকাকে বলেন, রাস্তার নিচের গ্যাসের লাইন লিকেজ হওয়ার পর থেকে দুপুর পর্যন্ত বিকট শব্দে গ্যাস নির্গত হয়েছে। সকাল থেকেই ওই সড়কটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। আশুলিয়া সড়কের গাড়িগুলো টঙ্গী স্টেশন রোড হয়ে যাচ্ছে।’ 
 
আবদুল্লাহপুর ট্রাফিক বক্সের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) মো. মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করতে মাটি খোঁড়ার সময় পাইলিং মেশিনটি তিতাস গ্যাস লাইনে লেগে লিক হয়ে যায়। আজ দুপুরে তিতাস কর্তৃপক্ষ গ্যাস বন্ধ করেছে।’ 

মেহেদী হাসান বলেন, রাত সাড়ে ৮টার দিকে তিতাস কর্তৃপক্ষ গ্যাসের লাইনটি মেরামত করে। পরে সেই গর্তটি রাত ৯টার দিকে মাটি দিয়ে ভরাট করে। এরপর রাত ৯টা ৫ মিনিট থেকে ঢাকা আশুলিয়া মহাসড়কের যান চলাচল শুরু হয়।’

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ