জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ। ঈদের প্রধান জামাতে অংশ নিতে হলে ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
আজ রোববার দুপুরে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শফিকুল ইসলাম।
ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদ জামাতে আগত মুসল্লিরা জায়নামাজ ও ছাতা সঙ্গে নিয়ে আসতে পারবেন। এর বাইরে কোনো কিছু সঙ্গে নিয়ে আসতে নিরুৎসাহী করছি। এ ছাড়া প্রত্যেকের তল্লাশির মধ্য দিয়ে আর্চওয়ে গেট দিয়ে ঈদগায়ে প্রবেশ করতে হবে। কারও সঙ্গে ব্যাগ থাকলে ব্যাগও তল্লাশি করা হবে।’
কমিশনার বলেন, ‘এবারের ঈদে ঢাকায় ছোটবড় ঈদগাহ এবং মসজিদ মিলে মোট ১৪৬৮টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সবকটিতেই নিরাপত্তা দেবে ডিএমপি। এ ছাড়া জাতীয় ঈদগাহে জামাতের আগে সুইপিং করবে বোমা ডিসপোজাল ইউনিট, চারপাশে থাকবে সিসিটিভি ক্যামেরা। ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করবে ডিএমপির টিম।’
ঈদের জামাতে কোনো জঙ্গি হামলার হুমকি আছে কি না—সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘ঈদ জামাতে জঙ্গি হামলার কোনো হুমকি নেই। শোলাকিয়ায় যা ঘটেছে সেটি একজনের ওপর টার্গেট ছিল। ওই হামলাটি ব্যক্তিকেন্দ্রিক।’
সংবাদ সম্মেলনের আগে কমিশনার গোটা ঈদগাহ এলাকার নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন। কথা বলেন সোয়াত, ডগ স্কোয়াডসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে।