হোম > সারা দেশ > ঢাকা

ঈদযাত্রায় ভোগান্তি হবে না, সহনীয় যানজটের আশা সড়ক সচিবের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না, যানজট অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। আজ রোববার সচিবালয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে (পিপিপি) নির্মাণাধীন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ৪২ কোটি ৫০ লাখ টাকার প্রথম দফার চেক হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ মন্তব্য করেন। 

ঈদযাত্রা শুরু না হতেই ঢাকা-গাজীপুর ও ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজট শুরু হয়েছে। ঈদের আগে আগে তো সমস্যা আরও বাড়বে। ভোগান্তি কমাতে সরকারের পদক্ষেপের বিষয়ে সড়ক সচিব বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখেছি এখানে যানজট হয়। আবদুল্লাহপুর থেকে জয়দেবপুর চৌরাস্তা, আবার জয়দেবপুর চৌরাস্তা থেকে এলেঙ্গা-হাটিকুমরুল, এই করিডরেও যানজটের অভিজ্ঞতা আছে। এ বছরের ডিসেম্বরের মধ্যে অবকাঠামো নির্মাণকাজ শেষ হবে বলে বিআরটি করিডরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছেন। রাস্তা চলাচলযোগ্য করার জন্য বিভিন্ন জায়গায় কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। 

নজরুল ইসলাম বলেন, গাজীপুর সিটি করপোরেশন, পরিবহন মালিকসহ সবাইকে নিয়ে যৌথভাবে পরিদর্শন করেছি আমরা। কী কী সমস্যা আছে দেখেছি। পরিবহন মালিকদের কিছু সুপারিশ ছিল, সেগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। যানজট যাতে সহনীয় পর্যায়ে থাকে, ডেডলক যাতে না থাকে। এখনো কিছু কিছু জায়গায় কাজ অসম্পন্ন রয়েছে উল্লেখ করে আবারও সেখানে পরিদর্শনের কথা জানান সচিব। ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিকভাবে হলে সেখানে পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। 

সচিব জানান, জয়দেবপুর মোড় থেকে এলেঙ্গা মোড় পর্যন্ত তিনটি ফ্লাইওভার ছিল। বাজার, লোকালয় থাকায় এখানে যানজট সব সময় লেগেই থাকত। নওজোর, সফিপুর ও গোড়াই এ তিনটি ফ্লাইওভার আমরা আগামীকাল সোমবারের মধ্যে খুলে দিচ্ছি। আমি গতকাল (শনিবার) সরেজমিনে দেখার জন্য গিয়েছি। এগুলো খুলে দিলে সমস্যা অনেকটা দূর হবে।

সিরাজগঞ্জের নলকায় আরেকটি সেতু সোমবার খুলে দেওয়া হচ্ছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, যেসব স্থান সমস্যা প্রবণ হিসেবে চিহ্নিত ছিল, যানজট প্রবণ ছিল, সেগুলো আমাদের পক্ষ থেকে অ্যাড্রেস করেছি। কাজগুলো আরও পরে শেষ করার কথা ছিল, কিন্তু ঈদের কথা বিবেচনা করে আগেই শেষ করেছি আমরা।

এবার কোভিড পরিস্থিতি স্বাভাবিক থাকায় ঈদে ঘরমুখো মানুষের চাপ বেশি থাকবে। তা বিবেচনায় রেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সড়ক সচিব। তিনি বলেন, ২৪ ঘণ্টা খোলা থাকবে কন্ট্রোল রুম। গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। পুলিশ বিভাগের পক্ষ থেকেও সার্বিক প্রস্তুতি রয়েছে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে