হোম > সারা দেশ > ঢাকা

ঈদযাত্রায় ভোগান্তি হবে না, সহনীয় যানজটের আশা সড়ক সচিবের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না, যানজট অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। আজ রোববার সচিবালয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে (পিপিপি) নির্মাণাধীন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ৪২ কোটি ৫০ লাখ টাকার প্রথম দফার চেক হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ মন্তব্য করেন। 

ঈদযাত্রা শুরু না হতেই ঢাকা-গাজীপুর ও ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজট শুরু হয়েছে। ঈদের আগে আগে তো সমস্যা আরও বাড়বে। ভোগান্তি কমাতে সরকারের পদক্ষেপের বিষয়ে সড়ক সচিব বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখেছি এখানে যানজট হয়। আবদুল্লাহপুর থেকে জয়দেবপুর চৌরাস্তা, আবার জয়দেবপুর চৌরাস্তা থেকে এলেঙ্গা-হাটিকুমরুল, এই করিডরেও যানজটের অভিজ্ঞতা আছে। এ বছরের ডিসেম্বরের মধ্যে অবকাঠামো নির্মাণকাজ শেষ হবে বলে বিআরটি করিডরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছেন। রাস্তা চলাচলযোগ্য করার জন্য বিভিন্ন জায়গায় কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। 

নজরুল ইসলাম বলেন, গাজীপুর সিটি করপোরেশন, পরিবহন মালিকসহ সবাইকে নিয়ে যৌথভাবে পরিদর্শন করেছি আমরা। কী কী সমস্যা আছে দেখেছি। পরিবহন মালিকদের কিছু সুপারিশ ছিল, সেগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। যানজট যাতে সহনীয় পর্যায়ে থাকে, ডেডলক যাতে না থাকে। এখনো কিছু কিছু জায়গায় কাজ অসম্পন্ন রয়েছে উল্লেখ করে আবারও সেখানে পরিদর্শনের কথা জানান সচিব। ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিকভাবে হলে সেখানে পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। 

সচিব জানান, জয়দেবপুর মোড় থেকে এলেঙ্গা মোড় পর্যন্ত তিনটি ফ্লাইওভার ছিল। বাজার, লোকালয় থাকায় এখানে যানজট সব সময় লেগেই থাকত। নওজোর, সফিপুর ও গোড়াই এ তিনটি ফ্লাইওভার আমরা আগামীকাল সোমবারের মধ্যে খুলে দিচ্ছি। আমি গতকাল (শনিবার) সরেজমিনে দেখার জন্য গিয়েছি। এগুলো খুলে দিলে সমস্যা অনেকটা দূর হবে।

সিরাজগঞ্জের নলকায় আরেকটি সেতু সোমবার খুলে দেওয়া হচ্ছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, যেসব স্থান সমস্যা প্রবণ হিসেবে চিহ্নিত ছিল, যানজট প্রবণ ছিল, সেগুলো আমাদের পক্ষ থেকে অ্যাড্রেস করেছি। কাজগুলো আরও পরে শেষ করার কথা ছিল, কিন্তু ঈদের কথা বিবেচনা করে আগেই শেষ করেছি আমরা।

এবার কোভিড পরিস্থিতি স্বাভাবিক থাকায় ঈদে ঘরমুখো মানুষের চাপ বেশি থাকবে। তা বিবেচনায় রেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সড়ক সচিব। তিনি বলেন, ২৪ ঘণ্টা খোলা থাকবে কন্ট্রোল রুম। গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। পুলিশ বিভাগের পক্ষ থেকেও সার্বিক প্রস্তুতি রয়েছে।

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির