হোম > সারা দেশ > ঢাকা

এস আলম গ্রুপসংশ্লিষ্ট তিন ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপসংশ্লিষ্ট তিন ব্যক্তির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।

যাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাঁরা হলেন এস আলম গ্রুপের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আরিফ আহমেদ সনি এবং এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট চট্টগ্রাম উত্তর আগ্রাবাদের হালিশহরের জাফর আহমেদ ও তাঁর ছেলে রিয়াদ আহসান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সরকারি পরিচালক মো. নওশাদ আলী তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ এবং বিপুল অর্থ বিদেশ পাচারের অভিযোগ দুদক অনুসন্ধান করছে।

অনুসন্ধানকালে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, এস আলমসংশ্লিষ্ট তিন ব্যক্তি যেকোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। তাঁরা দেশ ত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। এ কারণে তাঁদের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা প্রয়োজন।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩