হোম > সারা দেশ > মাদারীপুর

কালকিনিতে পল্লিচিকিৎসকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে গলায় রশি ও হাত-পা বাঁধা অবস্থায় মো. নিজাম সরদার (৪০) নামে এক পল্লিচিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সর্দারবাড়ীর পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

এই এলাকার আব্দুর রহমান সরদারের বড় ছেলে মো. নিজাম সরদার। পেশায় তিনি একজন পল্লি চিকিৎসক ছিলেন। 

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, আজ সকালে বাড়ির পাশে একটা বেল গাছের নিচে হাত পা-বাঁধা এবং হাঁটু গেড়ে মাটিতে বসে থাকা অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান মসজিদের ইমাম। এ সময় তিনি বেল গাছের সঙ্গে বাঁধা ছিলেন এবং গলায় রশি বাঁধা ছিল। পরে পরিবার এবং পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। কালকিনি থানা-পুলিশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়। 

নিজামের পিতা আব্দুর রহমান জানান, নিজাম সরদারের প্রথম স্ত্রী জোসনা বেগম পারিবারিক কলহের জেরে তিন মাস আগে বাড়ি থেকে চলে যান। তিনি ফিরে না আসলে দেড় মাস আগে পাখি আক্তার নামে আরেকজনকে বিয়ে করেন নিজাম সরদার। 

এলাকাবাসীর জানান, নিজ গ্রামে পল্লিচিকিৎসক করে জীবিকা নির্বাহ করতেন নিজাম। তবে দীর্ঘদিন যাবৎ ছোট ভাই সোলায়মান সরদারের সঙ্গে তাঁর পারিবারিক কলহ চলে আসছে বলে জানান যায়। সোলায়মানও একজন হারবাল চিকিৎসক বলে জানায় এলাকাবাসী। 

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। আমাদের অনুসন্ধান চলছে। এটা হত্যা না আত্মহত্যা বিষয়টি বিবেচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট