হোম > সারা দেশ > ঢাকা

কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে গত কয়েক দিন ধরে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কমলাপুর রেলস্টেশনে ঘরে ফেরা যাত্রীদের ভিড় বেড়েছে। দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সকাল থেকেই যাত্রীরা আসতে শুরু করেছে স্টেশনে। সকাল ৯টা পর্যন্ত নীলসাগর এক্সপ্রেস এক ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে। তবে সুন্দরবন সকাল ৯টা পর্যন্ত ছেড়ে যায়নি। 

কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনের সবগুলো প্ল্যাটফর্ম যাত্রীতে ঠাসা। তবে অতিরিক্ত গরমে প্ল্যাটফর্মে বসে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভোগান্তি এড়াতে ট্রেন ছাড়ার এক থেকে দুই ঘণ্টা আগে থেকেই এসে বসে আছে যাত্রীরা। এদিকে যারা টিকিট পায়নি, তাদের দেওয়া হচ্ছে স্ট্যান্ডিং টিকিট। কমলাপুর রেলস্টেশন থেকে আজ ৩৭টি আন্তনগর এবং দুটি ঈদ স্পেশালসহ মোট ৩৯টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। 

মো. দেলওয়ার হোসেন যাবেন দিনাজপুর। কক্সবাজারে একটি প্রজেক্টে কাজ করেন। আজই কক্সবাজার থেকে বাসে ঢাকায় এসেছেন। কিন্তু ঢাকা থেকে দিনাজপুরে যেতে ট্রেনের টিকিট আগে থেকে কাটা হয়নি। ফলে স্টেশনে এসে কিছুটা বিপাকে পড়েছেন। অনেক চেষ্টা করে একতা এক্সপ্রেস ট্রেনের স্ট্যান্ডিং টিকিট পেয়েছেন। 

দেলওয়ার বলেন, ‘ট্রেনে কোনো সিট নেই। ফলে দীর্ঘ পথ ট্রেনে দাঁড়িয়ে যেতে ভোগান্তি হবে। উত্তরাঞ্চলের ট্রেন যেতে এমনিতেই দেরি হবে। সব মিলিয়ে যাত্রার স্বস্তির নেই, ভোগান্তি হবে আশা করা যাচ্ছে। তবে সব কষ্ট সার্থক হবে যদি ঠিকমতো বাড়ি পৌঁছাতে পারি।’ 

রাজধানীর মোহাম্মদপুর থেকে এসেছেন রিয়াজুল ইসলাম ও তাঁর পরিবার। যাবেন খুলনায়। তিনি বলেন, ‘সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেন ছাড়ার কথা ছিল। কিন্তু যথাসময়ে ট্রেন ছাড়েনি। ৯টা ৫ মিনিটে ছেড়ে যাওয়ার সম্ভাব্য টাইম দেখানো হচ্ছে। যথাসময়ে ট্রেন না ছাড়ায় স্টেশনে বসে বাচ্চাদের নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে কমলাপুর রেলস্টেশনে এসেছি, যাতে ঠিকঠাকভাবে উঠতে পারি। যাত্রীদের আসলে কোথাও স্বস্তি নেই। ট্রেনের টিকিট কাটতেও ভোগান্তি, যেতেও ভোগান্তি। এসব দেখার কেউ নেই।’ 

কমলাপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিনের তুলনায় আজকে যাত্রীর চাপ স্টেশনে বেড়েছে। সকাল থেকে সবগুলো ট্রেন সময়মতো ছেড়ে গেছে। তবে নীলসাগর এক্সপ্রেস এক ঘণ্টা দেরিতে ছেড়েছে। আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ আরও বাড়বে। যারা টিকিট কাটতে পারেনি, তাদের কিছু আন্তনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে, যাতে সবাই বাড়ি ফিরতে পারে।’ 

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব