হোম > সারা দেশ > ঢাকা

কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে গত কয়েক দিন ধরে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কমলাপুর রেলস্টেশনে ঘরে ফেরা যাত্রীদের ভিড় বেড়েছে। দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সকাল থেকেই যাত্রীরা আসতে শুরু করেছে স্টেশনে। সকাল ৯টা পর্যন্ত নীলসাগর এক্সপ্রেস এক ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে। তবে সুন্দরবন সকাল ৯টা পর্যন্ত ছেড়ে যায়নি। 

কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনের সবগুলো প্ল্যাটফর্ম যাত্রীতে ঠাসা। তবে অতিরিক্ত গরমে প্ল্যাটফর্মে বসে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভোগান্তি এড়াতে ট্রেন ছাড়ার এক থেকে দুই ঘণ্টা আগে থেকেই এসে বসে আছে যাত্রীরা। এদিকে যারা টিকিট পায়নি, তাদের দেওয়া হচ্ছে স্ট্যান্ডিং টিকিট। কমলাপুর রেলস্টেশন থেকে আজ ৩৭টি আন্তনগর এবং দুটি ঈদ স্পেশালসহ মোট ৩৯টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। 

মো. দেলওয়ার হোসেন যাবেন দিনাজপুর। কক্সবাজারে একটি প্রজেক্টে কাজ করেন। আজই কক্সবাজার থেকে বাসে ঢাকায় এসেছেন। কিন্তু ঢাকা থেকে দিনাজপুরে যেতে ট্রেনের টিকিট আগে থেকে কাটা হয়নি। ফলে স্টেশনে এসে কিছুটা বিপাকে পড়েছেন। অনেক চেষ্টা করে একতা এক্সপ্রেস ট্রেনের স্ট্যান্ডিং টিকিট পেয়েছেন। 

দেলওয়ার বলেন, ‘ট্রেনে কোনো সিট নেই। ফলে দীর্ঘ পথ ট্রেনে দাঁড়িয়ে যেতে ভোগান্তি হবে। উত্তরাঞ্চলের ট্রেন যেতে এমনিতেই দেরি হবে। সব মিলিয়ে যাত্রার স্বস্তির নেই, ভোগান্তি হবে আশা করা যাচ্ছে। তবে সব কষ্ট সার্থক হবে যদি ঠিকমতো বাড়ি পৌঁছাতে পারি।’ 

রাজধানীর মোহাম্মদপুর থেকে এসেছেন রিয়াজুল ইসলাম ও তাঁর পরিবার। যাবেন খুলনায়। তিনি বলেন, ‘সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেন ছাড়ার কথা ছিল। কিন্তু যথাসময়ে ট্রেন ছাড়েনি। ৯টা ৫ মিনিটে ছেড়ে যাওয়ার সম্ভাব্য টাইম দেখানো হচ্ছে। যথাসময়ে ট্রেন না ছাড়ায় স্টেশনে বসে বাচ্চাদের নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে কমলাপুর রেলস্টেশনে এসেছি, যাতে ঠিকঠাকভাবে উঠতে পারি। যাত্রীদের আসলে কোথাও স্বস্তি নেই। ট্রেনের টিকিট কাটতেও ভোগান্তি, যেতেও ভোগান্তি। এসব দেখার কেউ নেই।’ 

কমলাপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিনের তুলনায় আজকে যাত্রীর চাপ স্টেশনে বেড়েছে। সকাল থেকে সবগুলো ট্রেন সময়মতো ছেড়ে গেছে। তবে নীলসাগর এক্সপ্রেস এক ঘণ্টা দেরিতে ছেড়েছে। আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ আরও বাড়বে। যারা টিকিট কাটতে পারেনি, তাদের কিছু আন্তনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে, যাতে সবাই বাড়ি ফিরতে পারে।’ 

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের