হোম > সারা দেশ > ঢাকা

হত্যাচেষ্টার মামলায় যুবলীগ নেতা আনোয়ারুল ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগ নেতা মো. আনোয়ারুল ইসলামকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

বিকেলে আনোয়ারুলকে আদালতে হাজির করে কলাবাগান থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই জহির রায়হান ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৪ দিন মঞ্জুর করেন।

এর আগে কলাবাগান থানা-পুলিশ গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কলাবাগান থানার ৩২ লেক সার্কাস (এনা কিংডম) এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ৬ সেপ্টেম্বর কলাবাগান থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট বিকেল সোয়া ৩ টার দিকে কলাবাগান কাঠালবাগান ঢালের পাশ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একটি মিছিল যাচ্ছিল। মিছিলটি কলাবাগানের সৈনিক ক্রসিং এ পৌঁছানোর পর স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের ওপর হামলা করে। 

এ সময় আসামিদের করা গুলিতে অনেকেই আহত হন। তারা রামদা চাপাতি ও লাঠি সোটা দিয়ে মিছিল কারীদের ওপর হামলা করে। মিছিলকারীদের হত্যার চেষ্টা করে। এতে সাগর মাইনুদ্দিন ও হাসনাইন নামে তিনজন গুরুতর আহত হন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, হামলার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য আনোয়ারুলকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। এছাড়া তিনি আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়ে টাকা আয় করেছেন। তার দুর্নীতি এবং বিভিন্ন অনিয়মের তথ্য উদঘাটনের জন্য জিজ্ঞাসাবাদ এর প্রয়োজন।

উল্লেখ্য, আনোয়ারুল আজিম যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করেছেন। তিনি যুবলীগের প্রেসিডিয়ামের সদস্য ছিলেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন