নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে রাজধানীর বারিধারা হতে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হচ্ছে।