হোম > সারা দেশ > ঢাকা

ডোবায় পড়ে ছিল মায়ের মরদেহ, পাশেই দেড় বছরের আহত সন্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ডেমরা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে আশঙ্কাজনক অবস্থায় ওই নারীর দেড় বছর বয়সী সন্তান সাদমানকেও উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া নারীর নাম হালিমা খাতুন (২৫)।

আজ রোববার ডেমরা থানার ডগাইর পূর্বপাড়া (পশ্চিম সানারপাড়) ৫৪৫ নম্বর বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহ ও আহত শিশুকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় শিশু সাদমানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসলাতালে নেওয়া হয়েছে।

মারা যাওয়া নারীর স্বামী স্কুলশিক্ষক শাহীনের দাবি, বাড়ির পাঁচতলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে মারা গেছেন তাঁর স্ত্রী। বাড়িটিতে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন শাহীন।

বাড়ির মালিক তাজুল ইসলাম জানান, ‘ওই নারীর স্বামী শাহীন সকালে তাঁকে ফোন করে ঘটনা জানান।’

স্থানীয়দের ধারণা, লাফ দিয়ে পড়ে আত্মহত্যা নয়, হালিমাকে ওপর থেকে ফেলে হত্যা করা হয়ে থাকতে পারে। ওই নারীর পরিবারের সদস্যদেরও একই দাবি। তাঁদের দাবি, এটা পরিকল্পিত হত্যা।

তবে হালিমার ননদ হোসনে আরা বেগম বলেন, তাঁদের মধ্যে কোনো সমস্যা ছিল না। দাম্পত্য জীবনে সুখী ছিল। হঠাৎ করেই আজ তাঁরা দেখতে পান বাসার পাশে ডোবায় পড়ে আছে হালিমার মরদেহ।

জানতে চাইলে ডেমরা থানার এসআই আউয়াল এখনো ঘটনাস্থলে রয়েছেন বলে জানান। মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন হাতে পেলেই বিস্তারিত জানাতে পারবেন তিনি।

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা