হোম > সারা দেশ > ঢাকা

জামিনে মুক্ত ঢাবি ছাত্রদল সভাপতি খোরশেদ আলম সোহেল

ঢাবি প্রতিনিধি

প্রায় দুই মাস পর জামিনে কারামুক্ত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল। আজ শুক্রবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। 

বিষয়টি খোরশেদ আলম সোহেল নিজেই আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে গত ২৭ ডিসেম্বর খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ ১১ জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরবর্তী সময়ে নাশকতার মামলা দিয়ে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। 

খোরশেদ আলম সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলন কখনো শেষ হয় না। ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জেল-জুলুম, মামলা-হামলা, ভয়-ভীতি দিয়ে জাতীয়তাবাদী আদর্শকে দমানো যাবে না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করব ইনশাআল্লাহ।’ 

নেতা-কর্মীরা ফুল দিয়ে বরণ করার বিষয়ে সোহেল বলেন, ‘নেতা-কর্মীরা আমাকে ফুল দিয়ে বরণ করতে চেয়েছে। তবে আমি ফুল নিই নাই। আমার বাকি সহযোদ্ধাদের ফুল দিয়ে আমি বরণ করার পর ফুল গ্রহণ করব।’ 

এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা ও নাশকতার অভিযোগে বিভিন্ন সময় গ্রেপ্তার হন ঢাবি ছাত্রদলের আর ৭ নেতা। তাঁরাও বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানান শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। আরিফুল বলেন, ‘আমাদের ৮ জন সহযোদ্ধা কারাগারে ছিলেন। তাঁরা এখন মুক্ত আছেন। সর্বশেষ সোহেল ভাই আজকে মুক্তি পেয়েছেন।’ 

কারাগার থেকে মুক্ত হওয়া বাকি নেতারা হলে—ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ ফারহান মো. আরিফুর রহমান, গাজী মো. সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, আন্তর্জাতিক সম্পাদক জসিম খান, যুগ্ম-সম্পাদক তানভীর হাসান, হাজী মোহাম্মদ মুহসীন হলের সভাপতি মো. ওমর ফারুক মামুন ও সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল যুগ্ম সম্পাদক মেহেদী হাসান।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু