হোম > সারা দেশ > ঢাকা

জামিনে মুক্ত ঢাবি ছাত্রদল সভাপতি খোরশেদ আলম সোহেল

ঢাবি প্রতিনিধি

প্রায় দুই মাস পর জামিনে কারামুক্ত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল। আজ শুক্রবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। 

বিষয়টি খোরশেদ আলম সোহেল নিজেই আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে গত ২৭ ডিসেম্বর খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ ১১ জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরবর্তী সময়ে নাশকতার মামলা দিয়ে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। 

খোরশেদ আলম সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলন কখনো শেষ হয় না। ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জেল-জুলুম, মামলা-হামলা, ভয়-ভীতি দিয়ে জাতীয়তাবাদী আদর্শকে দমানো যাবে না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করব ইনশাআল্লাহ।’ 

নেতা-কর্মীরা ফুল দিয়ে বরণ করার বিষয়ে সোহেল বলেন, ‘নেতা-কর্মীরা আমাকে ফুল দিয়ে বরণ করতে চেয়েছে। তবে আমি ফুল নিই নাই। আমার বাকি সহযোদ্ধাদের ফুল দিয়ে আমি বরণ করার পর ফুল গ্রহণ করব।’ 

এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা ও নাশকতার অভিযোগে বিভিন্ন সময় গ্রেপ্তার হন ঢাবি ছাত্রদলের আর ৭ নেতা। তাঁরাও বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানান শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। আরিফুল বলেন, ‘আমাদের ৮ জন সহযোদ্ধা কারাগারে ছিলেন। তাঁরা এখন মুক্ত আছেন। সর্বশেষ সোহেল ভাই আজকে মুক্তি পেয়েছেন।’ 

কারাগার থেকে মুক্ত হওয়া বাকি নেতারা হলে—ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ ফারহান মো. আরিফুর রহমান, গাজী মো. সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, আন্তর্জাতিক সম্পাদক জসিম খান, যুগ্ম-সম্পাদক তানভীর হাসান, হাজী মোহাম্মদ মুহসীন হলের সভাপতি মো. ওমর ফারুক মামুন ও সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল যুগ্ম সম্পাদক মেহেদী হাসান।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট