হোম > সারা দেশ > ঢাকা

প্রত্যেকের দায়িত্ব বিচার বিভাগকে শক্তিশালী করা: প্রধান বিচারপতি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘প্রত্যেকের দায়িত্ব বিচার বিভাগকে শক্তিশালী করা। এটা একার পক্ষে সম্ভব না। আমরা সবাই অসহিষ্ণু না হয়ে ধৈর্য ধারণ করে বিচার বিভাগকে গতিশীল করব।’

আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি বলেন, ‘আমরা এটা শুনতে চাই না, কারণে-অকারণে আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি। আমরা এমন কোনো আচরণ করব না, যাতে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হয়। যাতে বিচারপ্রার্থী জনগণ ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয় এই দেশের ১৮ কোটি মানুষ।’

ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আপনারা সবাই বিজ্ঞ আইনজীবী। সম্প্রতি দেখা যাচ্ছে, আমরা সবাই অসহিষ্ণু হয়ে উঠছি। আমাদের এই অসহিষ্ণুতা পরিত্যাগ করতে হবে। বার ও বেঞ্চ একটি পাখির দুটো ডানা। একটি ফেল করলে আরেকটি স্বয়ংক্রিয়ভাবে কলাপস করবে। বার বেঞ্চকে সম্মান করলে বার সম্মানিত হবে। আর বেঞ্চ আইনজীবীদের সম্মান করলে আইনজীবীরা সম্মানিত হবেন। খেলা আমাদের শিক্ষা দেয় ঐক্যের। খেলা মানুষকে মাদকমুক্ত করে, জীবন্ত করে। আসুন আমরা খেলাধুলাই আরও মনোযোগী হই।’ 

এ সময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকিরসহ আইনজীবীরা।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু