হোম > সারা দেশ > ঢাকা

প্রত্যেকের দায়িত্ব বিচার বিভাগকে শক্তিশালী করা: প্রধান বিচারপতি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘প্রত্যেকের দায়িত্ব বিচার বিভাগকে শক্তিশালী করা। এটা একার পক্ষে সম্ভব না। আমরা সবাই অসহিষ্ণু না হয়ে ধৈর্য ধারণ করে বিচার বিভাগকে গতিশীল করব।’

আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি বলেন, ‘আমরা এটা শুনতে চাই না, কারণে-অকারণে আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি। আমরা এমন কোনো আচরণ করব না, যাতে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হয়। যাতে বিচারপ্রার্থী জনগণ ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয় এই দেশের ১৮ কোটি মানুষ।’

ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আপনারা সবাই বিজ্ঞ আইনজীবী। সম্প্রতি দেখা যাচ্ছে, আমরা সবাই অসহিষ্ণু হয়ে উঠছি। আমাদের এই অসহিষ্ণুতা পরিত্যাগ করতে হবে। বার ও বেঞ্চ একটি পাখির দুটো ডানা। একটি ফেল করলে আরেকটি স্বয়ংক্রিয়ভাবে কলাপস করবে। বার বেঞ্চকে সম্মান করলে বার সম্মানিত হবে। আর বেঞ্চ আইনজীবীদের সম্মান করলে আইনজীবীরা সম্মানিত হবেন। খেলা আমাদের শিক্ষা দেয় ঐক্যের। খেলা মানুষকে মাদকমুক্ত করে, জীবন্ত করে। আসুন আমরা খেলাধুলাই আরও মনোযোগী হই।’ 

এ সময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকিরসহ আইনজীবীরা।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট