হোম > সারা দেশ > ঢাকা

প্রত্যেকের দায়িত্ব বিচার বিভাগকে শক্তিশালী করা: প্রধান বিচারপতি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘প্রত্যেকের দায়িত্ব বিচার বিভাগকে শক্তিশালী করা। এটা একার পক্ষে সম্ভব না। আমরা সবাই অসহিষ্ণু না হয়ে ধৈর্য ধারণ করে বিচার বিভাগকে গতিশীল করব।’

আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি বলেন, ‘আমরা এটা শুনতে চাই না, কারণে-অকারণে আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি। আমরা এমন কোনো আচরণ করব না, যাতে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হয়। যাতে বিচারপ্রার্থী জনগণ ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয় এই দেশের ১৮ কোটি মানুষ।’

ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আপনারা সবাই বিজ্ঞ আইনজীবী। সম্প্রতি দেখা যাচ্ছে, আমরা সবাই অসহিষ্ণু হয়ে উঠছি। আমাদের এই অসহিষ্ণুতা পরিত্যাগ করতে হবে। বার ও বেঞ্চ একটি পাখির দুটো ডানা। একটি ফেল করলে আরেকটি স্বয়ংক্রিয়ভাবে কলাপস করবে। বার বেঞ্চকে সম্মান করলে বার সম্মানিত হবে। আর বেঞ্চ আইনজীবীদের সম্মান করলে আইনজীবীরা সম্মানিত হবেন। খেলা আমাদের শিক্ষা দেয় ঐক্যের। খেলা মানুষকে মাদকমুক্ত করে, জীবন্ত করে। আসুন আমরা খেলাধুলাই আরও মনোযোগী হই।’ 

এ সময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকিরসহ আইনজীবীরা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন