হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড, ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে মজুত বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বুধবার সন্ধ্যার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড়ে জনৈক জহুরুল ইসলামের গুদামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জহিরুল ইসলামের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর আশপাশের লোকজন আগুন নেভানো কাজ শুরু করে। পরবর্তী সময় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। প্রায় ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনলেও আগুনে গুদামে রাখা বেশির ভাগ তুলা পুড়ে যায়।

গুদামের মালিক জহুরুল ইসলাম বলেন, ‘গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। গুদামের ভেতর কয়েকজন কর্মচারী থাকলে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। কর্মচারীদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালায়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ততক্ষণে বেশির ভাগ তুলা পুড়ে যায়। কত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব নয়।’

শ্রীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড। ছবি: আজকের পত্রিকাি

জানতে চাইলে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮