হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড, ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে মজুত বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বুধবার সন্ধ্যার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড়ে জনৈক জহুরুল ইসলামের গুদামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জহিরুল ইসলামের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর আশপাশের লোকজন আগুন নেভানো কাজ শুরু করে। পরবর্তী সময় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। প্রায় ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনলেও আগুনে গুদামে রাখা বেশির ভাগ তুলা পুড়ে যায়।

গুদামের মালিক জহুরুল ইসলাম বলেন, ‘গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। গুদামের ভেতর কয়েকজন কর্মচারী থাকলে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। কর্মচারীদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালায়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ততক্ষণে বেশির ভাগ তুলা পুড়ে যায়। কত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব নয়।’

শ্রীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড। ছবি: আজকের পত্রিকাি

জানতে চাইলে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ