হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে হেলে পড়েছে ৪ তলা ভবন

প্রতিনিধি

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে চার তলা একটি ভবন হেলে পড়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া রসুলবাগ মডেল টাউন এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন দ্রুত ছুটে গিয়ে ভবনে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং ভবনটিকে সিলগালা করে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে ভবনটি তৈরি করেন মো. মোক্তার হোসেন নামের এক ব্যক্তি। ভবনটিতে পাঁচটি পরিবার বসবাস করত। প্রথমে তিন তলা করার পর বাকি একতলা বছর খানিক আগে তিনি তৈরি করেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. সালাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ভবনটিতে বসবাসকারি সকলকে নিরাপদে সরে যেতে সহায়তা করি। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ভবনটিকে সিলগালা করে দেওয়া হয়েছে। ভবনটি উপজেলা প্রশাসনের ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষা নিরীক্ষা শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ঘটনাস্থলে ভবন মালিক মো. মোক্তার হোসেনের দেখা মেলেনি।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান