জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ৪ শিক্ষার্থীকে গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। চতুর্থবারের মতো এই সংবর্ধনার আয়োজন করেছে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন।
আজ রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়। এ সময় বিভাগের নবীন শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।
স্নাতক ক্যাটাগরিতে শিশির রঞ্জন দাস ও তাসলিমা আক্তার এবং স্নাতকোত্তর ক্যাটাগরিতে সেলিম হোসেন ও শ্রীধাম চন্দ্র অধিকারীকে স্বর্ণপদক, নগদ টাকা ও সনদ প্রদান হয়।
অনুষ্ঠানে গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি খুশী কবির।