হোম > সারা দেশ > ঢাকা

দেশে লুণ্ঠন কমেছে, এ জন্য উন্নয়ন হচ্ছে: পরিকল্পনামন্ত্রী

জবি প্রতিনিধি

দেশে লুণ্ঠন কমেছে বলেই উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। আজ শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ ও ইফতার মাহফিলে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের দেশের সম্পদ ব্যবহার করে আমরা গর্বের সঙ্গে কাজ করছি। দেশে লুণ্ঠন কমেছে, এ জন্য উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের গতি আরও বাড়ানো যাবে। আগামী পাঁচ-সাত বছরের মধ্যে আমরা উন্নয়নে এ অঞ্চলে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা-সবাইকে ছাড়িয়ে যাব।’ 

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা সবাই স্বাধীন প্রজন্মের মানুষ। পরাধীন না হলে স্বাধীনতা কী বুঝতে পারবেন না। তাই ইতিহাস জানতে হবে। বাঙালির ইতিহাস, তার আত্মপরিচয়, ভাষা, সংস্কৃতি জানতে হবে। আর আগামীতে এই বাংলায় যেন বহিরাগত কারও দ্বারা বাঙালি পদদলিত না হয় সেটা খেয়াল রাখতে হবে।’ 

সুনামগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ফখরুল ইসলাম টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নীলপদ্ম রায় প্রান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রয়াস গ্রুপের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার, ডিএমপি মতিঝিল জোনের এডিসি মো. নুরুল আমিন, বাংলাদেশ আওয়ামী লীগ উপকমিটির সাবেক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজিব, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক আব্দুল্লাহ শাহিন ও জবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আফসার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহসভাপতি মাহিউদ্দির রিফাত প্রমুখ উপস্থিত ছিলেন। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু