হোম > সারা দেশ > ঢাকা

তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত আশাবাদী হওয়ার কিছু নেই: রুনির ভাই রোমান

আজকের পত্রিকা ডেস্ক­

সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে বাদীর আইনজীবী ছাড়াও কথা বলেন সাংবাদিক রুনির ভাই নওশের রোমান ও ছেলে সাগর। ছবি: আজকের পত্রিকা

সাংবাদিক মেহেরুন রুনির ভাই নওশের রোমান বলেছেন, তদন্ত রিপোর্টে কী আছে, তা না জানা পর্যন্ত আশাবাদী হওয়ার মতো কিছু নেই। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এসব কথা বলেন তিনি।

নওশের রোমান বলেন, ‘আমরা সব সময় মনে করতাম যে আগের সরকারের সংশ্লিষ্ট কেউ বা সরকার স্বয়ং এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কারণ, যত ধরনের নাটক হয়েছে, ডিএনএ টেস্ট থেকে শুরু করে আমাদের হয়রানি এবং নানা সময় সরকারের মন্ত্রী কথাবার্তা। তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন, কারও বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব তার না। এ কারণেই আমরা মনে করি, তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সঙ্গে জড়িত।’

নওশের রোমান আরও বলেন, ‘এতবার আশাভঙ্গ ঘটেছে, যার ফলে আমরা আশাবাদী হওয়ার মতো কিছু পাচ্ছি না, যতক্ষণ পর্যন্ত না তদন্ত রিপোর্ট কী আসছে, সেটা জানতে পারছি।’

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন। ওই ঘটনায় করা মামলার ১৩ বছরেও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। চিহ্নিত করা যায়নি খুনিদের। এ নিয়ে রুনির ভাইসহ কথা বলেছেন ছেলে ও আইনজীবী।

সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘অতীতে এই মামলা সঠিকভাবে তদন্ত করতে দেওয়া হয়নি মর্মে কিছু তথ্য-উপাত্ত এসেছে। অতীতে উচ্চপর্যায় থেকে তদন্ত বাধাগ্রস্ত করেছে; যার কারণে তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। ১৩ বছরেও তদন্ত শেষ না হওয়া রাষ্ট্রীয় পর্যায়ে ব্যর্থতার ফল। এত দিন অনেক সাক্ষ্যপ্রমাণ হারিয়ে গেছে। তবে যতটুকু জানতে পেরেছি, আসামিরা মুখ খুলছেন। বেশ কিছু অগ্রগতি হয়েছে। সময়ের ব্যবধানে এই ডেভেলপমেন্ট নিয়ে হাইকোর্ট বিভাগে তদন্ত প্রতিবেদন সাবমিট করা হবে।’

এ সময় সাগর-রুনির ছেলে মাহির সরওয়ার মেঘ বলেন, ‘আগে তো কিছু হতো না। এখন তো দেখছি যে ওরা কাজ করছে। আমরা আশাবাদী। আশা করা যাচ্ছে, পজিটিভ কিছু একটা শুনতে পাব।’

সাংবাদিকদের প্রতিবাদ

এদিকে সাগর-রুনি রুনি হত্যার বিচার দাবিতে আগামীকাল বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এ ছাড়া আগামী ২ মার্চ আদালতে মামলার তদন্ত প্রতিবেদন না দিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ডিআরইউয়ের সামনে সাগর-রুনি হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট