হোম > সারা দেশ > ঢাকা

মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালন  

মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দূতাবাসের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত গণহত্যা দিবসের বাণী পাঠ করে শোনানো হয়, গণহত্যা দিবসের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং দিবসটির তাৎপর্যের ওপর আলোচনা হয়।  

রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ গণহত্যা দিবসের তাৎপর্যের ওপর আলোচনা করতে গিয়ে সর্বপ্রথমে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন। তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে হত্যার শিকার সকল শহীদকে। 

রাষ্ট্রদূত বলেন, ‘২৫ মার্চে এ গণহত্যা পৃথিবীর ইতিহাসে বিরল।’ এ গণহত্যার বিষয়টি ব্যাপক প্রচারের মাধ্যমে জনমত গঠন করে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।  

আলোচনা সভায় স্পেন প্রবাসী বাংলাদেশি সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ এবং দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২৫ মার্চে হত্যার শিকার সকল শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক