হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুর উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের বিরুদ্ধে পৈতৃক জমি দখল করে একটি পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করে ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় বিএনপির মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ভুক্তভোগী মোস্তাকিম হোসেন হিমেল ফকির। এ সময় তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মোস্তাকিম হোসেন হিমেল ফকির বলেন, ‘আমার বাড়ি উপজেলার বরমীতে। গত ৩০ সেপ্টেম্বর দুপুরে আমিসহ মোস্তফা ফকির জমি সংক্রান্ত কাজে বরমী ভূমি অফিসে যাই। এ সময় বিএনপি নেতা শাহজাহান ফকির ও তাঁর দুই ভাই এবং তাঁর ছেলে পাপেল ফকির আমাদের ওপর আক্রমণ করেন। তাঁরা মোস্তফা ফকিরকে বেধড়ক মারধর করে। আমরা প্রতিবাদ করলে শাহজাহান ফকির, তাঁর ছেলে ও ভাতিজা মহসিন ফকির, অপু ফকির, পায়েল ফকির, সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার বাসায় ভাঙচুর ও হামলা চালায়। পরদিন সকালে আমার বাজারের দোকানগুলো দখল করে। এরপর তারা আমার পরিবারের সদস্যসহ আমাকে হত্যার হুমকি দেয়। এরপর থেকে ভয়ে আমরা বাড়ি ফিরতে পারছি না।’

মোস্তাকিম হোসেন হিমেল আরও বলেন, ‘আমরা শাহজাহান ফকিরের রাজনৈতিক ক্ষমতা ও সন্ত্রাসী তাণ্ডবের কারণে গৃহহীন হয়ে পড়েছি। শাহজাহান ফকিরের এমন আচরণে স্পষ্ট যে, লোভী ও দুর্বৃত্ত নেতারা কখনো জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে না। শাহজাহান ফকির ২০১৮ সালে আমার কাছ থেকে ১০ লাখ টাকা ধার নিয়েছেন। সেটির প্রমাণ থাকলেও টাকা ফেরত দেন না। এখন নতুন করে আমাদের পৈতৃক সম্পত্তি দখল করেছে। আমার পরিবারসহ পুরো বরমীবাসী তাঁর সন্ত্রাসী কার্যক্রম ও অত্যাচারে অতিষ্ঠ। তাঁর এসব অপকর্মের তথ্য লিখিত আকারে বিএনপির শীর্ষ নেতাদের কাছে পাঠিয়েছি। আমি ও আমার পরিবার বাড়ি ফিরতে চাই।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে শাহজাহান ফকির বলেন, ‘আমার সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। যেসব অভিযোগ করা হয়েছে, সব মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি কোনো চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত নই। আমিও সংবাদ সম্মেলন করে সব জানাব।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ