হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রীতে ভবনের ১৬তলা থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসার ১৬তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে ফাতেমা ভূঁইয়া পুতুল (১৬) নামে এক শিক্ষার্থী মারা গেছে। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। 

ফাতেমার ভাবি মোর্শেদা খানম আজকের পত্রিকাকে বলেন, তাঁদের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার মিথিলাপুর গ্রামে। বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। বর্তমানে দক্ষিণ বনশ্রীর বাগানবাড়ি এলাকার ওই ভবনের ১০তলায় ভাড়া থাকেন তাঁরা। স্থানীয় ইন্টেলিজেন্সিয়াল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল মেয়েটি। এক ভাই চার বোনের মধ্যে ফাতেমা ছিল সবার ছোট। 

মোর্শেদা খানম আরও বলেন, ফাতেমার সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এই বিষয় নিয়ে পরিবার তাকে শাসন করে। কিন্তু সে কারও কথা শুনত না। আজকেও এসব বিষয় নিয়ে পরিবারের লোকজন তাকে বকাঝকা করেন। পরে সে অভিমান করে বাসার ১৬তলার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় ফাতেমাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, বনশ্রী থেকে এক ছাত্রীকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানিয়েছেন, ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েছিল মেয়েটি। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

মোহাম্মদপুরে ভোরবেলা পিকআপে করে স্বর্ণের দোকানে লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ