হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রীতে ভবনের ১৬তলা থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসার ১৬তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে ফাতেমা ভূঁইয়া পুতুল (১৬) নামে এক শিক্ষার্থী মারা গেছে। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। 

ফাতেমার ভাবি মোর্শেদা খানম আজকের পত্রিকাকে বলেন, তাঁদের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার মিথিলাপুর গ্রামে। বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। বর্তমানে দক্ষিণ বনশ্রীর বাগানবাড়ি এলাকার ওই ভবনের ১০তলায় ভাড়া থাকেন তাঁরা। স্থানীয় ইন্টেলিজেন্সিয়াল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল মেয়েটি। এক ভাই চার বোনের মধ্যে ফাতেমা ছিল সবার ছোট। 

মোর্শেদা খানম আরও বলেন, ফাতেমার সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এই বিষয় নিয়ে পরিবার তাকে শাসন করে। কিন্তু সে কারও কথা শুনত না। আজকেও এসব বিষয় নিয়ে পরিবারের লোকজন তাকে বকাঝকা করেন। পরে সে অভিমান করে বাসার ১৬তলার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় ফাতেমাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, বনশ্রী থেকে এক ছাত্রীকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানিয়েছেন, ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েছিল মেয়েটি। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস