হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রীতে ভবনের ১৬তলা থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসার ১৬তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে ফাতেমা ভূঁইয়া পুতুল (১৬) নামে এক শিক্ষার্থী মারা গেছে। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। 

ফাতেমার ভাবি মোর্শেদা খানম আজকের পত্রিকাকে বলেন, তাঁদের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার মিথিলাপুর গ্রামে। বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। বর্তমানে দক্ষিণ বনশ্রীর বাগানবাড়ি এলাকার ওই ভবনের ১০তলায় ভাড়া থাকেন তাঁরা। স্থানীয় ইন্টেলিজেন্সিয়াল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল মেয়েটি। এক ভাই চার বোনের মধ্যে ফাতেমা ছিল সবার ছোট। 

মোর্শেদা খানম আরও বলেন, ফাতেমার সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এই বিষয় নিয়ে পরিবার তাকে শাসন করে। কিন্তু সে কারও কথা শুনত না। আজকেও এসব বিষয় নিয়ে পরিবারের লোকজন তাকে বকাঝকা করেন। পরে সে অভিমান করে বাসার ১৬তলার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় ফাতেমাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, বনশ্রী থেকে এক ছাত্রীকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানিয়েছেন, ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েছিল মেয়েটি। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির