হোম > সারা দেশ > মাদারীপুর

বিএনপি সরকারকে উৎখাতের জন্য উদ্ভট কথাবার্তা বলছে: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ‘বিএনপি বলছে দেশে দুর্ভিক্ষ চলছে, এই আওয়ামী লীগ সরকারের পতন ছাড়া দুর্ভিক্ষ থেকে উদ্ধার পাওয়া যাবে না। কিন্তু তারা কোথায় দুর্ভিক্ষ দেখল আমি জানি না। আওয়ামী লীগ সরকার উৎখাতের জন্য বিএনপি ১৩ বছর ধরে নানা উদ্ভট কথাবার্তা বলে আসছে। কিন্তু কোনো অবস্থাতেই তা কাজ হচ্ছে না।’

আজ বুধবার মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে এসব কথা বলেন শাজাহান খান।

শাজাহান খান বলেন, ‘আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, দেখতে নারী তার চলন বাঁকা। এখন বিএনপির অবস্থা হচ্ছে তাই। আওয়ামী লীগের কোনো ভালো কাজ তাদের এখন চোখে পড়বে না। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে, এই পরিস্থিতিতে সারা বিশ্বেই অর্থনৈতিক অবস্থা নাজেহাল হয়ে পড়েছে। আমাদের দেশ তো সেই তুলনায় অন্য দেশের চাইতে এখন পর্যন্ত অনেক ভালো আছে।’

শাজাহান খান বলেন, ‘মানুষ যদি খেতে না পায় বা না খেয়ে মারা গেছে এমন হলে তাকে দুর্ভিক্ষ বলে। আমাদের প্রচুর খাদ্য মজুত রয়েছে, উৎপাদনও ভালো হচ্ছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যদি প্রলম্বিত হয়, তবে শুধু আমাদের দেশে না, কোথায় কী হবে বলা মুশকিল। তবে যুদ্ধ দ্রুত শেষ হলে সব দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। আমরা এখন যেই অবস্থানে আছি যথেষ্ট ভালো আছি। এটা কোনোভাবেই দুর্ভিক্ষের পরিস্থিতি নয়। এটা বিএনপির একটি বানানো অজুহাত। তারা সব সময় সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার জন্য এমন উদ্ভট কথা বলে আসছে।’ 

এর আগে তিনি মাদারীপুর জেলা আইন শৃঙ্খলা সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এ সময় জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে