হোম > সারা দেশ > ঢাকা

সাভারে কেকের প্যাকেটে লুকানো ১১০০ পিস ইয়াবা জব্দ

সাভার (ঢাকা) প্রতিনিধি

কেকের প্যাকেটের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ১০০ ইয়াবা বড়ি জব্দ করেছে সাভার মডেল থানার পুলিশ। এ সময় আবদুল্লাহ আল মামুন (৩৮) নামে এক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামি সুজন খান (২২) পলাতক।

মামুন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গান্দি দেওপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইলের বিভিন্ন থানায় অন্তত ৯টি মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত মামুন দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। 

সাভার মডেল থানার এসআই হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা গেলেও তাঁর সঙ্গে থাকা সুজন পালিয়ে যান। এ সময় মামুনের হাতে থাকা কেকের প্যাকেটের ভেতরে লুকিয়ে রাখা ১ হাজার ১০০ বড়ি ইয়াবা জব্দ করা হয়। মামুন বিভিন্ন সময়ে কৌশলে কক্সবাজার থেকে মাদক নিয়ে আসেন। টাঙ্গাইলে বিভিন্ন মামলা থাকার কারণে গোপনে সাভারের আউকপাড়ায় স্ত্রীসহ বসবাস করে আসছেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ