হোম > সারা দেশ > ঢাকা

সাভারে কেকের প্যাকেটে লুকানো ১১০০ পিস ইয়াবা জব্দ

সাভার (ঢাকা) প্রতিনিধি

কেকের প্যাকেটের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ১০০ ইয়াবা বড়ি জব্দ করেছে সাভার মডেল থানার পুলিশ। এ সময় আবদুল্লাহ আল মামুন (৩৮) নামে এক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামি সুজন খান (২২) পলাতক।

মামুন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গান্দি দেওপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইলের বিভিন্ন থানায় অন্তত ৯টি মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত মামুন দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। 

সাভার মডেল থানার এসআই হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা গেলেও তাঁর সঙ্গে থাকা সুজন পালিয়ে যান। এ সময় মামুনের হাতে থাকা কেকের প্যাকেটের ভেতরে লুকিয়ে রাখা ১ হাজার ১০০ বড়ি ইয়াবা জব্দ করা হয়। মামুন বিভিন্ন সময়ে কৌশলে কক্সবাজার থেকে মাদক নিয়ে আসেন। টাঙ্গাইলে বিভিন্ন মামলা থাকার কারণে গোপনে সাভারের আউকপাড়ায় স্ত্রীসহ বসবাস করে আসছেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট