হোম > সারা দেশ > ঢাকা

সাভারে কেকের প্যাকেটে লুকানো ১১০০ পিস ইয়াবা জব্দ

সাভার (ঢাকা) প্রতিনিধি

কেকের প্যাকেটের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ১০০ ইয়াবা বড়ি জব্দ করেছে সাভার মডেল থানার পুলিশ। এ সময় আবদুল্লাহ আল মামুন (৩৮) নামে এক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামি সুজন খান (২২) পলাতক।

মামুন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গান্দি দেওপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইলের বিভিন্ন থানায় অন্তত ৯টি মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত মামুন দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। 

সাভার মডেল থানার এসআই হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা গেলেও তাঁর সঙ্গে থাকা সুজন পালিয়ে যান। এ সময় মামুনের হাতে থাকা কেকের প্যাকেটের ভেতরে লুকিয়ে রাখা ১ হাজার ১০০ বড়ি ইয়াবা জব্দ করা হয়। মামুন বিভিন্ন সময়ে কৌশলে কক্সবাজার থেকে মাদক নিয়ে আসেন। টাঙ্গাইলে বিভিন্ন মামলা থাকার কারণে গোপনে সাভারের আউকপাড়ায় স্ত্রীসহ বসবাস করে আসছেন।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি