নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর রামপুরার উলন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) পাওয়ার হাউসের আগুন। এর আগে আজ সোমবার সকাল ৭টা ২০ মিনিটে পাওয়ার হাউসে আগুনের ঘটনা ঘটে।
খিলগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. হাসান আলী আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তিনি প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।
আগুনের কারণে রামপুরা ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।