হোম > সারা দেশ > ঢাকা

উত্তরার দক্ষিণখানে আগুন, পুড়ে গেছে ১৬টি কক্ষ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে একটি বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাড়িটির ১৬টি টিনশেড সেমিপাকা কক্ষ পুড়ে ছাই হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বুধবার দুপুর ১২টার দিকে দক্ষিণখানের গাওয়াইর বাজার এলাকার ১৯১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটেছে। বাড়িটির মালিক হাজী জয়নাল আবেদীন।

ভুক্তভোগী পরিবার, সার্ভিস সার্ভিস ও পুলিশ জানায়, হঠাৎ করেই আগুন লেগে যায়। পরে দৌড়াদৌড়ি করে ফায়ার সার্ভিসের সঙ্গে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভাড়া বাসার ১৫ থেকে ১৬টি রুম পুড়ে গেছে। প্রায় সবগুলো রুমের প্রায় সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

পুড়ে যাওয়া রুমের ভাড়াটিয়াদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন, আকবর, উজ্জল-১, লতিফ, শাহজালাল, উজ্জল-২, কালাম, গোলাপ, বিল্লাল, গেন্দু ও সাধুন। 

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে দুপুর ১২টা ২ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে আমাদের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।’ 

এক প্রশ্নের জবাবে আলম বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’ 

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে ১৫ / ১৬টি ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কোনো হতাহত না থাকলেও মানুষগুলোর ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। তাদের কোনো কিছুই বাকি নাই।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট