হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের ওপর হামলা: আরও ৯ রিকশাচালক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরে পুলিশের বেশ কয়েকটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও ৯ জন ব্যাটারিচালিত রিকশাচালককে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন রিমান্ডে পাঠানোর এই নির্দেশ দেন। 

বিকেলে ৯ রিকশাচালককে আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চান মিরপুর জোনাল টিমের এসআই কামাল পাশা। শুনানি শেষে আদালত দুজনকে দুই দিন করে মঞ্জুর করেন। বাকি সাতজনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে জনি ইসলাম ও রাসেল মিয়াকে। সুরুজ কাঙ্গালী, আক্তার, শমসের উদ্দিন, রনি, কালিম, মাসুদ রানা ও শাম। একদিন করে রিমান্ডে পাঠানো হয়েছে। 

এর আগে শনিবার এই মামলায় গ্রেপ্তার ১১ রিকশাচালককে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। 

শুক্রবার রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানের পর ক্ষুব্ধ রিকশাচালকেরা সেখানকার পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা করেন। হামলায় মিজানুর রহমান নামের এক পুলিশ সদস্য আহত হন। 

এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা করে পুলিশ। মামলায় পুলিশের কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড