হোম > সারা দেশ > ঢাকা

খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ডাকা হবে যুক্তরাষ্ট্র ও কানাডার ৩ কর্মকর্তাকে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভস্টিগেশনের (এফবিআই) একজন ও কানাডার দুজন পুলিশ কর্মকর্তাকে সাক্ষী করার রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর অস্থায়ী এজলাসের বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।

নতুন তিন সাক্ষী হলেন- এফবিআইয়ের কর্মকর্তা ডেবরা ল্যাপ্রেভোত্তে গ্রিফিত, কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশের কর্মকর্তা কেভিন ডুগান ও লাইওড স্কোয়েপ । তাঁরা সবাই নাইকো কেলেঙ্কারি নিয়ে তদন্ত করেছেন।

গত ১২ সেপ্টেম্বর সাক্ষী হিসেবে তাঁদেরকে আদালতে হাজির করার অনুমতি চেয়ে এই আবেদন করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান আজকের পত্রিকাকে বলেন, বিদেশি তিন কর্মকর্তা এখন নাইকো দুর্নীতি মামলার সাক্ষী। তাঁদের সমন দেওয়া হবে। 

গত ২৩ মে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এরপর দুটি ধার্য তারিখে বাদী জবানবন্দি দেন। দুজন আসামির পক্ষে বাদীকে জেরা করা হয়। বাকি আসামিদের পক্ষে জেরা করার জন্য আগামী ১০ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। 

এই মামলায় অন্য আসামিরা হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। 

আসামিদের মধ্যে খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার হাজিরা দেন। আসামি গিয়াস উদ্দিন আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্যরা আদালতে উপস্থিত ছিলেন। 

সাবেক মন্ত্রী মওদুদ আহমদ, এ কে এম মোশারফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মৃত্যুবরণ করায় ইতিপূর্বেই তাঁদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট