হোম > সারা দেশ > ঢাকা

বিএনপির বিক্ষোভে লোকারণ্য প্রেসক্লাব, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপি মহানগর উত্তর শাখার আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে চলছে বিক্ষোভ সমাবেশ। শুক্রবার সকাল থেকেই নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেওয়ার জন্য আসতে থাকেন এবং জমায়েত হতে থাকেন প্রেসক্লাবের সামনে। এতে করে প্রেসক্লাবের সামনের রাস্তা বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয় শাহবাগ, মৎস্য ভবন ও পল্টন এলাকায়। 

শুক্রবার এই সমাবেশে যোগ দিতে মহানগর উত্তর বিএনপির বিভিন্ন ইউনিট থেকে কয়েক হাজার নেতা-কর্মী এসে উপস্থিত হয়েছেন। এ ছাড়া দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনও যোগ দেয় সমাবেশে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে আসার সময় নেতা-কর্মীরা সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে প্রেসক্লাব এলাকা। 

পিকআপ ভ্যানে করা অস্থায়ী মঞ্চে কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশের শুরুতে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর শাখার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। বক্তব্যে সরকারের তীব্র সমালোচনা করছেন বক্তারা। 

এই বিক্ষোভ সমাবেশে সঞ্চালনা করছেন সদস্যসচিব আমিনুল হক এবং সভাপতিত্ব করছেন আহ্বায়ক আমানউল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা। 

যানজটে আটকে পড়া যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন