হোম > সারা দেশ > ঢাকা

দেশব্যাপী দুর্গামণ্ডপে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১  

নিজস্ব প্রতিনিধি

দেশব্যাপী দুর্গামণ্ডপে হামলায় উসকানি দেওয়ার অভিযোগে মাওলানা আব্দুর রহিম বিপ্লবীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  আজ বৃহস্পতিবার সকালে তাঁকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া পূর্বপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। 

সিআইডির পক্ষ থেকে বলা হয়,  গত ১৩ অক্টোবর দুর্গাপূজার মহা অষ্টমীর দিন ভোরে কুমিল্লা শহরের নানুয়াদীঘির পাড়ে একটি পূজামণ্ডপে কোরআন পাওয়ার ঘটনা ঘটে।   পরে একদল লোক কোরআন অবমাননার অভিযোগ তুলে ওই পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুর চালায় । এই ঘটনার জের ধরে সেদিনই চাঁদপুরের হাজীগঞ্জে কিছু মন্দিরে হামলা চালানো হয় । সহিংসতায় কয়েকজন নিহত হয় । ওই দিনই বাংলাদেশের একজন ইসলামি বক্তা মাওলানা আব্দুর রহিম বিপ্লবী ( ৩৯ ) । ঢাকা একটি ওয়াজ মাহফিলে বক্তৃতাকালে উসকানিমূলকভাবে বলেন , মূর্তির পায়ে যারা পবিত্র কোরআন  রেখেছে তাদেরকে একদিনের মধ্যে গ্রেপ্তার না করলে  বাংলাদেশে একটি পূজা মণ্ডপও রাখব না । তা ছাড়াও কুমিল্লার পূজা ইস্যুকে কেন্দ্র করে চাঁদপুরের নিহতের ঘটনায় পুলিশকে দায়ী এবং দোষী করে অপমানজনক , তুচ্ছ - তাচ্ছিল্য , অবজ্ঞা এবং উগ্র বক্তব্য প্রচার করে । এই বক্তব্য বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেন ও জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় । এই বক্তব্য ছড়িয়ে পড়লে সারাদেশে  আইন - শৃঙ্খলার অবনতি ঘটতে থাকে ।

সিআইডি জানায়,  গ্রেপ্তার হওয়া আব্দুর রহিম বিপ্লবীর  বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূজামণ্ডপ সম্পর্কিত উস্কানিমুলক বক্তব্য দেওয়ার  কথা স্বীকার করেছেন বিপ্লবী ।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব