হোম > সারা দেশ > ঢাকা

দেশব্যাপী দুর্গামণ্ডপে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১  

নিজস্ব প্রতিনিধি

দেশব্যাপী দুর্গামণ্ডপে হামলায় উসকানি দেওয়ার অভিযোগে মাওলানা আব্দুর রহিম বিপ্লবীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  আজ বৃহস্পতিবার সকালে তাঁকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া পূর্বপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। 

সিআইডির পক্ষ থেকে বলা হয়,  গত ১৩ অক্টোবর দুর্গাপূজার মহা অষ্টমীর দিন ভোরে কুমিল্লা শহরের নানুয়াদীঘির পাড়ে একটি পূজামণ্ডপে কোরআন পাওয়ার ঘটনা ঘটে।   পরে একদল লোক কোরআন অবমাননার অভিযোগ তুলে ওই পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুর চালায় । এই ঘটনার জের ধরে সেদিনই চাঁদপুরের হাজীগঞ্জে কিছু মন্দিরে হামলা চালানো হয় । সহিংসতায় কয়েকজন নিহত হয় । ওই দিনই বাংলাদেশের একজন ইসলামি বক্তা মাওলানা আব্দুর রহিম বিপ্লবী ( ৩৯ ) । ঢাকা একটি ওয়াজ মাহফিলে বক্তৃতাকালে উসকানিমূলকভাবে বলেন , মূর্তির পায়ে যারা পবিত্র কোরআন  রেখেছে তাদেরকে একদিনের মধ্যে গ্রেপ্তার না করলে  বাংলাদেশে একটি পূজা মণ্ডপও রাখব না । তা ছাড়াও কুমিল্লার পূজা ইস্যুকে কেন্দ্র করে চাঁদপুরের নিহতের ঘটনায় পুলিশকে দায়ী এবং দোষী করে অপমানজনক , তুচ্ছ - তাচ্ছিল্য , অবজ্ঞা এবং উগ্র বক্তব্য প্রচার করে । এই বক্তব্য বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেন ও জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় । এই বক্তব্য ছড়িয়ে পড়লে সারাদেশে  আইন - শৃঙ্খলার অবনতি ঘটতে থাকে ।

সিআইডি জানায়,  গ্রেপ্তার হওয়া আব্দুর রহিম বিপ্লবীর  বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূজামণ্ডপ সম্পর্কিত উস্কানিমুলক বক্তব্য দেওয়ার  কথা স্বীকার করেছেন বিপ্লবী ।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট