হোম > সারা দেশ > ঢাকা

এক মাসে ৩৭ নারীর আত্মহত্যা: প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এ বছর জানুয়ারি মাসে সারা দেশে আত্মহত্যা করেছে ৩৭ জন নারী। এদের মধ্যে ১২ জনের বয়স ১৮ বছরের নিচে। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতনবিষয়ক মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশের ১৩টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করে মহিলা পরিষদ।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে মোট ২৪০ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩৮ মেয়েশিশুসহ ৫৪ জন। ৭ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে ৬ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৬ জন। এর মধ্যে উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে ২ জন। নারী পাচারের ঘটনা ঘটেছে ২টি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৪ জন। এর মধ্যে ৩ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১১ জন। এর মধ্যে ২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। 

বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদন বলছে, গত মাসে ৫ জন গৃহকর্মী নির্যাতনের ঘটনা সংবাদমাধ্যমে উঠে এসেছে। আর একজন গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ৩৬ জন নারীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ২৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৮ জন কন্যাসহ ১১ জন অপহরণের শিকার হয়েছে। পুলিশি নির্যাতনের শিকার হয়েছে ১ জন। ১ জন কন্যাসহ ৫ জন সাইবার অপরাধের শিকার হয়েছে।

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা