হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে গ্যাস রাইজার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ সাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর ১১ নম্বরে একটি বাসার নিচতলায় গ্যাস রাইজার বিস্ফোরণে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের সি-ব্লকে ঘটনাটি ঘটে। দগ্ধদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন বাড়ির মালিক রফিকুল ইসলামের মা রওশনারা বেগম (৭০), ভাই শফিকুল ইসলাম (৩৫), ছোট মা রিনা বেগম (৫০), বাসার নিচ তলার ভাড়াটিয়া নাজনীন আক্তার (২৫), তাঁর মেয়ে নওশীন (৫), পাশের বাসার ভাড়াটিয়া রেনু বেগম (৩৫) ও পথচারী সাজ্জাদ হোসেন (৩০)। 

দগ্ধ রওশনারা বেগমের ছেলে রফিকুল ইসলাম জানায়, তাঁদের ছয়তলা নিজেদের বাড়ি। বাড়ির নিচতলায় তিতাস গ্যাসের লাইন লিকেজ ছিল; দুই দিন আগে লিকেজ মেরামত করা হয়। কয়েকদিন ধরে গ্যাসের সমস্যা ছিল। কিন্তু আজ রাতে হঠাৎ গ্যাসের চাপ বেড়ে যায়। ১২টার দিকে নিজেরাই গ্যাসের রাইজার পরিষ্কার করছিল। হঠাৎ বিকট আওয়াজ করে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায় নিচতলায়। এতে তাঁরা দগ্ধ হয়। 

পল্লবী থানার এসআই মো. নাসির উদ্দিন জানান, কয়েকদিন গ্যাস ছিলনা। আজ রাতে হঠাৎ গ্যাসের চাপ বেড়ে যায়। এ সময় বাড়ির মালিকসহ অন্যরা গ্যাস রাইজার পরিষ্কার করছিল। হঠাৎ করে সেটা বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে সাতজন দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিভিয়ে ফেলে। দগ্ধদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

এসআই আরও জানায়, দগ্ধদের মধ্যে রওশানারা, শফিকুল, রিনা বেগম ও শিশু নওশীনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের আইসিইউতে নেওয়া হয়েছে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট