হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে গ্যাস রাইজার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ সাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর ১১ নম্বরে একটি বাসার নিচতলায় গ্যাস রাইজার বিস্ফোরণে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের সি-ব্লকে ঘটনাটি ঘটে। দগ্ধদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন বাড়ির মালিক রফিকুল ইসলামের মা রওশনারা বেগম (৭০), ভাই শফিকুল ইসলাম (৩৫), ছোট মা রিনা বেগম (৫০), বাসার নিচ তলার ভাড়াটিয়া নাজনীন আক্তার (২৫), তাঁর মেয়ে নওশীন (৫), পাশের বাসার ভাড়াটিয়া রেনু বেগম (৩৫) ও পথচারী সাজ্জাদ হোসেন (৩০)। 

দগ্ধ রওশনারা বেগমের ছেলে রফিকুল ইসলাম জানায়, তাঁদের ছয়তলা নিজেদের বাড়ি। বাড়ির নিচতলায় তিতাস গ্যাসের লাইন লিকেজ ছিল; দুই দিন আগে লিকেজ মেরামত করা হয়। কয়েকদিন ধরে গ্যাসের সমস্যা ছিল। কিন্তু আজ রাতে হঠাৎ গ্যাসের চাপ বেড়ে যায়। ১২টার দিকে নিজেরাই গ্যাসের রাইজার পরিষ্কার করছিল। হঠাৎ বিকট আওয়াজ করে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায় নিচতলায়। এতে তাঁরা দগ্ধ হয়। 

পল্লবী থানার এসআই মো. নাসির উদ্দিন জানান, কয়েকদিন গ্যাস ছিলনা। আজ রাতে হঠাৎ গ্যাসের চাপ বেড়ে যায়। এ সময় বাড়ির মালিকসহ অন্যরা গ্যাস রাইজার পরিষ্কার করছিল। হঠাৎ করে সেটা বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে সাতজন দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিভিয়ে ফেলে। দগ্ধদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

এসআই আরও জানায়, দগ্ধদের মধ্যে রওশানারা, শফিকুল, রিনা বেগম ও শিশু নওশীনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের আইসিইউতে নেওয়া হয়েছে। 

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ