হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর রামপুরায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ ৫

ঢামেক প্রতিনিধি

রাজধানীর রামপুরা এলাকায় একটি ভাঙারির দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে মালিকসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে রামপুরা চৌধুরীপাড়া বউবাজার এলাকায় রাসেল এন্টারপ্রাইজ নামে ওই ভাঙারির দোকানে আগুনের ঘটনা ঘটে। তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—দোকানের মালিক নাদের আলী (৫০), শ্রমিক সিদ্দিকুর রহমান (৬০), হেলাল উদ্দিন (৫০), নূরনবী (৫১) ও ইউসুফ মিয়া (৪৯)। 

তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া আকরাম হোসেন নামে এক ব্যক্তি জানান, মধ্যরাতে মালিকসহ চার শ্রমিক একটি পিকআপে ভাঙারি মালামাল তুলছিলেন। তখন সেখানে আগুনের ঘটনা ঘটে। এতে মালিক ও চার শ্রমিক দগ্ধ হন। পরে খবর পেয়ে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, পুরোনো গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে। 

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল-ফারুক জানান, রাত ১টা ৪২ মিনিটে রামপুরা বউবাজার মাটির মসজিদসংলগ্ন ভাঙারির টিনশেড দোকানে আগুন লাগে। সেই আগুন পাশের আরেকটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ২টা ১২ মিনিটে আগুন নেভায়। পুরোনো গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ, সিদ্দিকের ৭৪, হেলালের ৮৫, নূরনবীর ৪২ ও ইউসুফের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চারজনের অবস্থাই আশঙ্কাজনক।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ