হোম > সারা দেশ > মানিকগঞ্জ

যমুনায় নিখোঁজ অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, ২ শিশু এখনো নিখোঁজ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

যমুনায় নিখোঁজ ব্যক্তিদের পেতে সন্ধান চালানো হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া অন্তঃসত্ত্বা গৃহবধূ বর্ষা খাতুনের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায় নদীতে লাশটি ভেসে উঠলে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে পুলিশে খবর দেন।

নিহত বর্ষা আক্তার দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আবদুল কাদেরের মেয়ে। এর আগে গত বুধবার দুপুরে একই পাড়ার নারী ও শিশুদের একটি দল বাচামারা এলাকার যমুনা নদীতে গোসলে নামে। প্রবল স্রোতে ছয়জন ভেসে গেলে স্থানীয় বাসিন্দারা চারজনকে জীবিত উদ্ধার করলেও বর্ষা খাতুন ও লামিয়া আক্তার (১১) নিখোঁজ ছিল। বর্ষার লাশ উদ্ধার হলেও শিশু লামিয়ার সন্ধান এখনো মেলেনি।

এ ছাড়া একই উপজেলার জিয়নপুর ইউনিয়নের বরটিয়া গ্রামে পৃথক ঘটনায় যমুনায় ভেসে যাওয়া আরও এক শিশু তায়েবা আক্তার (১২) এখনো নিখোঁজ রয়েছে।

বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, সকাল ৭টার দিকে ইসলামপুর এলাকায় নদীতে তরুণীর লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। পরে পরিবার এসে লাশ শনাক্ত করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন জানান, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ দুই শিশুর সন্ধানে ফায়ার সার্ভিসের টিম দুই দিন ধরে উদ্ধার অভিযান চালালেও এখনো খোঁজ পাওয়া যায়নি।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি