হোম > সারা দেশ > টাঙ্গাইল

তিন বন্ধুর মৃত্যু: বাবাকে আত্মহত্যার ভয় দেখিয়ে বাইক নিয়েছিল মকবুল

ফুয়াদ হাসান রঞ্জু, ভূঞাপুর (টাঙ্গাইল) 

মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য জেদ ধরেছিলেন মকবুল (১৭)। বাবা কোনোমতেই রাজি হচ্ছিলেন না। ক্ষোভে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। বাবার সামনেই হাত কাটার চেষ্টা করেছিলেন। ছেলের এমন পাগলামি দেখে বাধ্য হয়ে বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল কিনে দেন তিনি। সেই মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে দুই বন্ধুসহ প্রাণ হারাল মকবুল। 

শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার রুহলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে। 

মকবুল হোসেন উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের বাছেদের ছেলে। নিহত অন্য দুজন একই উপজেলার মাটিকাটা এলাকার ইলিয়াসের ছেলে রাকিব (১৬) ও একই এলাকার মৃত রশিদের ছেলে আসাদুল (১৬)। তিন বন্ধুই পরিবহন শ্রমিক ছিল। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মকবুলকে বৃহস্পতিবার নতুন মোটরসাইকেল কিনে দেয় পরিবার। সেই মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে শুক্রবার ঘুরতে বের হয় মকবুল। নতুন মোটরসাইকেল চালাতে নিষেধ করলেও শোনেনি সে। আজ দুপুরে মকবুল তার দুই বন্ধু রাকিব ও আসাদুলকে নিয়ে ঘুরতে যায়। কষ্টাপাড়া-রুহলী সড়কের রুহলী উচ্চ বিদ্যালয়ের সামনে বালুতে পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দেয়ালে সজোরে আছড়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

মকবুলের স্বজনেরা জানান, মোটরসাইকেল কিনে না দেওয়ায় হাত কেটে ফেলতে চেয়েছিল সে। বাধ্য হয়ে বৃহস্পতিবার তাকে একটি মোটরসাইকেল কিনে দেওয়া হয়। মোটরসাইকেল নেওয়ার আগে তাকে বারবার নিষেধ করা হয়েছিল। কিন্তু কারও কথা না শুনে দুই বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরল মকবুল। 

ভূঞাপুর থানার ওসি আব্দুল ওহাব মিয়া বলেন, ওই তিন কিশোর একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে তিনজনই নিহত হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন