হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ভোরে নামাজ পড়তে বেরিয়েছিলেন, দুপুরে পরিত্যক্ত ঘরে মিলল লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফজরের নামাজ পড়তে বের হয়েছিলেন এক ব্যক্তি। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে নূর হোসেন (৪৫) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জের ভোলাব তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, লাশের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এসআই খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নূর হোসেন দেবই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। তিনি স্থানীয় পারটেক্স বোর্ড কারখানায় কাজ করতেন। আজ মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে বের হয়ে আর বাড়ি ফেরেননি। 

পরিবারের সদস্যের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে নামাজ পড়তে বেরিয়ে যাওয়ার পর নূর হোসেনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর মোবাইল ফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। 
খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর ১২টার দিকে মসজিদের পেছনের একটি পরিত্যক্ত ঘরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। তিনি ওই মসজিদে নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছিলেন।

রূপগঞ্জের ভোলাব তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। লাশটির ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন