হোম > সারা দেশ > রাজবাড়ী

মায়ের ইচ্ছে পূরণে দ্বিতীয় বিয়ের আগে দুধ দিয়ে গোসল যুবকের

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

প্রায় ১৫ দিন আগে বন্ধুর সঙ্গে চলে গেছেন প্রথম স্ত্রী। সিদ্ধান্ত নেন দ্বিতীয় বিয়ের। গতকাল রোববার ধার্য হয় বিয়ের দিন। আর তাই দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার আগে মায়ের ইচ্ছে পূরণে দুধ দিয়ে গোসল করে নেন ব্যবসায়ী মো. মামুন মোল্লা (৩০)। 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসল করা মামুন মোল্লা ওই গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে। তিনি নারুয়া বাজারে লেপ-তোশক তৈরির কাজ করেন। 

স্থানীয়রা জানান, ছয় বছর আগে একই উপজেলার বাসিন্দা তাঁর খালাতো বোনকে বিয়ে করেন মামুন মোল্লা। চলতি মাসের ২ মার্চ তাঁর স্ত্রী একই এলাকার এক ব্যবসায়ীর সঙ্গে চলে যান। পরে মায়ের ইচ্ছে পূরণ করতে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার আগে আধা মণ দুধ দিয়ে গোসল করেন। গতকাল পাশের জেলে ফরিদপুরের মধুখালি উপজেলার আশাপুর এলাকায় বিয়ে করেন তিনি। 

মামুন মোল্লা বলেন, ‘খালাতো বোনের সঙ্গে পারিবারিকভাবে আমাদের ৬ বছর আগে বিয়ে হয়। গত ২ মার্চ রাতে আমি দোকানে থাকা অবস্থায় আমার স্ত্রী পালিয়ে যায়। মা সে সময় আমাকে বলেছিল দ্বিতীয় বিয়ে করার আগে দুধ দিয়ে গোসল করতে। তাই মায়ের কথা রাখতে দুধ দিয়ে গোসল করে বিয়ে করতে গিয়েছিলাম।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির