হোম > সারা দেশ > রাজবাড়ী

মায়ের ইচ্ছে পূরণে দ্বিতীয় বিয়ের আগে দুধ দিয়ে গোসল যুবকের

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

প্রায় ১৫ দিন আগে বন্ধুর সঙ্গে চলে গেছেন প্রথম স্ত্রী। সিদ্ধান্ত নেন দ্বিতীয় বিয়ের। গতকাল রোববার ধার্য হয় বিয়ের দিন। আর তাই দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার আগে মায়ের ইচ্ছে পূরণে দুধ দিয়ে গোসল করে নেন ব্যবসায়ী মো. মামুন মোল্লা (৩০)। 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসল করা মামুন মোল্লা ওই গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে। তিনি নারুয়া বাজারে লেপ-তোশক তৈরির কাজ করেন। 

স্থানীয়রা জানান, ছয় বছর আগে একই উপজেলার বাসিন্দা তাঁর খালাতো বোনকে বিয়ে করেন মামুন মোল্লা। চলতি মাসের ২ মার্চ তাঁর স্ত্রী একই এলাকার এক ব্যবসায়ীর সঙ্গে চলে যান। পরে মায়ের ইচ্ছে পূরণ করতে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার আগে আধা মণ দুধ দিয়ে গোসল করেন। গতকাল পাশের জেলে ফরিদপুরের মধুখালি উপজেলার আশাপুর এলাকায় বিয়ে করেন তিনি। 

মামুন মোল্লা বলেন, ‘খালাতো বোনের সঙ্গে পারিবারিকভাবে আমাদের ৬ বছর আগে বিয়ে হয়। গত ২ মার্চ রাতে আমি দোকানে থাকা অবস্থায় আমার স্ত্রী পালিয়ে যায়। মা সে সময় আমাকে বলেছিল দ্বিতীয় বিয়ে করার আগে দুধ দিয়ে গোসল করতে। তাই মায়ের কথা রাখতে দুধ দিয়ে গোসল করে বিয়ে করতে গিয়েছিলাম।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন