হোম > সারা দেশ > ঢাকা

হঠাৎ বন্ধ মেট্রোরেল চলাচল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রোরেল। আজ শনিবার সন্ধ্যা ৭টার পর হঠাৎ মেট্রোরেল বন্ধ হয়ে যায়। তবে কী কারণে বন্ধ হয়েছে, সেই বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ কিছু জানায়নি।

মেট্রোরেলের একটি সূত্র বলছে, মেট্রোরেলের এমআরটি লাইন-৬–এর সিগন্যালিং সিস্টেম ফেল করায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি ট্রেন কাছাকাছি স্টেশনে আটকে আছে।

এই মুহূর্তে লাইনে ১০টি ট্রেন আটকে আছে। মূলত মেট্রোরেলের সিগন্যালিং সিস্টেম ফেল করার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। সিগন্যালের সিস্টেম ছাড়া ট্রেনগুলো আনা যাবে, তবে সেটা খুবই ঝুঁকিপূর্ণ। সিগন্যালিং সিস্টেমের সঙ্গে টেলিকম সিস্টেমেরও ঝামেলা দেখা দিয়েছে। ইঞ্জিনিয়ার এই মুহূর্তে লাইনে আছেন। সমাধান হওয়া মাত্রই চালু হবে। 

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন) নাসির উদ্দীন বলেন, ‘আমরা সমস্যা সমাধানে কাজ করছি।’ 

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মেট্রোরেল চলাচল বন্ধ নিয়ে পোস্ট করেছেন। শিমুল সালাউদ্দিন নামে একজন ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করেন। সেখানে কারওয়ান বাজার স্টেশনে মেট্রোরেলের একজন কর্মীকে হ্যান্ড মাইকে বলতে শোনা যায়, ট্রেন চলাচল বন্ধ আছে এবং এ জন্য যাঁরা টিকিট কেটেছেন তাঁদের টিকিট রিফান্ড করা হবে।

আগারগাঁওয়ে স্টেশনের মাইকে বলা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ। জরুরি প্রয়োজনে বিকল্প পরিবহন ব্যবহার করুন। 

এ বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক ও জেনারেল ম্যানেজার ইফতেখার উদ্দিনকে কয়েকবার ফোন ও ম্যাসেজ করা হলেও তাঁরা কোনো সাড়া দেননি।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে