হোম > সারা দেশ > ঢাকা

ঈদের ছুটি শুরু হলেও মহাখালী বাস টার্মিনালে নেই যাত্রীদের চাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের আগে শেষ কর্মদিবস ছিল আজ। সরকার ঘোষিত রমজান মাসের অফিস সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩ টা-তেই বেজে গেছে ছুটির ঘণ্টা। ফলে দুপুরের পর থেকেই বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনগুলোতে ঘরমুখো মানুষের অত্যধিক চাপ তৈরি হবে বলে ধারণা ছিল। সন্ধ্যা নাগাদ এ চাপ ভয়াবহ রূপ নেবে—এমনটাই আশঙ্কা ছিল। কিন্তু ভিন্ন চিত্র চোখে পড়ল রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। আর দশটা সাধারণ দিনের মতোই সেখানে যাত্রীদের উপস্থিতি দেখা গেল। 

ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় তো দূরের কথা বৃহস্পতিবার সন্ধ্যায় মহাখালী বাস টার্মিনালকে দেখা গেল অনেকটাই ফাঁকা। একাধিক বাস কাউন্টারের বুকিং মাস্টার ও ব্যবস্থাপকও জানালেন, যাত্রী কম। 

তবে কি এবার গ্রামের বাড়ি কম যাচ্ছেন মানুষ? না বিষয়টা সম্ভবত এমন নয়। বিকেলে অফিস শেষ করে এই তীব্র গরমে তাড়াহুড়ো করে হয়তো অনেকেই রওনা হতে চাননি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বৃহস্পতিবার রাত এবং আগামীকাল সকাল থেকে হয়তো যাত্রীর চাপ বাড়বে। 

বাস টার্মিনালে ভিড় কম বলে স্বস্তির কথা জানালেন মো. গোলাম সানোয়ার (৪৫)। এক বন্ধুসহ তিনি যাচ্ছেন ময়মনসিংহ। আনুমানিক ৪০ মিনিট দাঁড়িয়ে থেকে টিকিট পেয়েছেন। বললেন, ‘এনা পরিবহনের টিকিট কেটেছি। দাম স্বাভাবিকই আছে। অন্য সময়ের তুলনায় অনেক অল্প পরিশ্রমেই যাইতে পারব মনে হচ্ছে।’ 

কথা হলো মো. আরাফাত মিনার (৩৬) সঙ্গে। বাবাসহ নওগাঁ যাচ্ছেন ঈদের ছুটিতে। স্বাভাবিক সময়ের মতোই এনা পরিবহনের টিকিট কেটেছেন তিনি। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমরা তো আগে যেই টাকায় টিকিট কাটতাম, সেই দামেই কিনসি। টিকিট পাইতেও তেমন ঝামেলা হয় নাই। অন্যবার যেমন ডাবল দাম দেওয়া লাগত, এইবার এখনো দাম বাড়ে নাই।’ 

মহাখালী বাস টার্মিনালে যতটা ভিড় দেখা গেল, তা মূলত এনা পরিবহনসহ গুটিকয় বাস কাউন্টার ঘিরেই। বাকি অংশটায় সন্ধ্যা পর্যন্ত তেমন ভিড় দেখা গেল না। এ নিয়ে কিছুটা হতাশাও প্রকাশ করতে দেখা গেল পরিবহন সংশ্লিষ্টদের। 

ঢাকা-সিরাজগঞ্জ যাত্রী পরিবহন করে এস আর পরিবহন। এই পরিবহনের সহকারী বুকিং মাস্টার হিসেবে দায়িত্বে আছেন মো. খোকন মিয়া। কিছুটা আক্ষেপ করেই আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘দেখতেসেন তো ভাই, যাত্রী একেবারেই নাই। গতকাল পাঁচজন যাত্রী নিয়া সিরাজগঞ্জ থেকে আসছে একটা বাস। ২৫ জন যাত্রী হইলে মোটামুটি খরচ উইঠা আসে। যাত্রী পাইতেসি ১৫-২০ জন করে প্রত্যেক ট্রিপে। অন্য সময় এইখানে পা ফেলার জায়গা থাকে না; আর আজকে আমরা যাত্রী পাইতাসি না।’ 

একই রকম কথা বললেন অনন্যা পরিবহনের বুকিং মাস্টার আফসার উদ্দীন। তিনি বলেন, ‘দশ মিনিট পরপর গাড়ি ছাড়ি। চল্লিশ মিনিট ধরে গাড়ি দাঁড়ানো আছে যাত্রীর অভাবে। মাত্র তিনটা টিকিট বিক্রি হইছে। নাই ভাই, যাত্রী নাই। দেখতেসেন না কাউন্টার একবারে খালি।’ 

তুলনামূলক বেশি ভিড় থাকা এনা পরিবহনের ব্যবস্থাপক সায়েম উদ্দিনও বললেন এবারের চিত্র অন্যবারের তুলনায় আলাদা। তিনি বলেন, ‘এখন পর্যন্ত তেমন চাপ নেই যাত্রীর। গাড়ি কিছু জ্যামে আটকাইয়া আছে আমাদের। আমাদের অগ্রিম টিকিট বিক্রি আছে, এইটা নিয়া চিন্তা নাই। কিন্তু অন্যান্য ঈদের আগে এইখানে যে ভিড়টা থাকে, এখনো এই টার্মিনালে তেমন যাত্রী দেখা যাচ্ছে না। এইবার সে তুলনায় খুবই বাজে অবস্থা। লোকাল পরিবহনের অবস্থা আরও খারাপ।’ 

মহাখালী বাস টার্মিনালে ঈদে বাড়িফেরা যাত্রীদের যাতায়াত সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কি-না তা তদারকির জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ পরিদর্শন বুথ পরিচালনা করা হচ্ছে। সেখানে রয়েছেন বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. আবুল কালাম আজাদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, পরিবেশ মোটামুটি ভালো, যাত্রীর চাপ কম। যাত্রীরা হয়তো আজ ইফতার এবং আনুষঙ্গিক কাজ সেরে, আগামীকাল সকালে ঈদের ছুটিতে বাড়ি যাবেন। সরকারি নির্দেশনা অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। বিআরটিএ চেয়ারম্যান নিজে আকস্মিক সরেজমিনে পরিদর্শনে এসে যাত্রী, পরিবহন মালিক সমিতি ও বিভিন্ন কাউন্টারে দায়িত্বরতদের সঙ্গে কথা বলেছেন।’

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন