হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলার মডেল হবে মোহাম্মদপুর: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

ঢাকার মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে এসেছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অন্যান্য এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মোহাম্মদপুরকে মডেল হিসেবে ব্যবহার করবে সরকার।’

ঢাকা মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও কীভাবে উন্নতি করা যায়, সে বিষয়ে আলোচনা করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে। কিন্তু আরও উন্নতি করার জায়গা রয়ে গেছে।’

তিনি বলেন, ‘মোহাম্মদপুর একসময় খুব ঝামেলাপূর্ণ এলাকা ছিল, মোটামুটি একটা সহনীয় পর্যায়ে চলে গেছে। অন্যান্য এলাকায়ও এই মডেলে কাজ করা হবে।’

সরকারের পতনের পর ঢাকার সব পুলিশ পরিবর্তন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের একটু সময় দিতে হবে। তাদের অলিগলি চিনতে হবে, তাদের যে নেটওয়ার্ক আছে, সেটা চিনতেও একটু সময় দিতে হবে।’

তিনি বলেন, ‘চাঁদাবাজি যেন কোনো অবস্থায় না হয়। ক্রিমিনাল যেই হোক, যত বড় প্রতাপশালীই হোক কেন, যে দলেরই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ট্রাফিকের একটি বড় সমস্যা রাস্তার ভেতরের দোকানপাট। আপাতত এগুলো যেন এখান থেকে সরিয়ে দেওয়া যায়। একটি দোকান উঠিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে আরেকটা দোকান চলে আসে।’

চার্জার রিকশাগুলো প্রধান সড়কে চলে আসে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা বিদ্যুৎ মন্ত্রণালয়কে বলব, এসব রিকশা চার্জ করার যে চার্জিং পয়েন্ট রয়েছে, সেখানে তাদের ব্যাটারিগুলো যেন চার্জ করা না হয়।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট