হোম > সারা দেশ > ঢাকা

বইমেলায় যেতে পুলিশের নিরাপত্তা চান তিশা–মুশতাক দম্পতি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বইমেলায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আলোচিত দম্পতি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য খন্দকার মুশতাক আহমেদ ও একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশা। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তাঁরা এই জিডি করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাজির রহমান বলেন, তিশা-মুশতাক দম্পতি বইমেলার ঘটনা নিয়ে থানায় এসেছিলেন। এ বিষয়ে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।

এ বিষয়ে খন্দকার মুশতাক আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই বইমেলায় যেতে নিরাপত্তা চাইতেই শাহবাগ থানায় জিডি করেছি।’

নিজের বইয়ের বিষয়ে তিনি বলেন, ‘আমার বইটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। বইটিতে আমার স্ত্রীর বক্তব্য রয়েছে। আমার বইয়ে একটিও খারাপ শব্দ নেই। যদি কেউ বলতে পারে এটি অশ্লীল-সমাজবিরোধী কিংবা রাষ্ট্রবিরোধী বই, তাহলে আমি আমার সব বই ছিঁড়ে ফেলব। যারা ভূয়া ভূয়া বলেছে তারা কেউ বই পড়েনি।’

এর আগে শুক্রবার বিকেলে বইমেলায় বইয়ের প্রচারণা করতে গেলে আগত অনেকের ক্ষোভের মুখে পড়েন এই দম্পতি। এসময় ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে মেলা প্রাঙ্গণ থেকে তিশা-মুশতাককে বের হয়ে যেতে বাধ্য করা হয়। আনসার সদস্যদের নিরাপত্তা নিয়ে বইমেলা ত্যাগ করেন খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তোলে।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন