হোম > সারা দেশ > ঢাকা

বইমেলায় যেতে পুলিশের নিরাপত্তা চান তিশা–মুশতাক দম্পতি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বইমেলায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আলোচিত দম্পতি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য খন্দকার মুশতাক আহমেদ ও একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশা। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তাঁরা এই জিডি করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাজির রহমান বলেন, তিশা-মুশতাক দম্পতি বইমেলার ঘটনা নিয়ে থানায় এসেছিলেন। এ বিষয়ে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।

এ বিষয়ে খন্দকার মুশতাক আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই বইমেলায় যেতে নিরাপত্তা চাইতেই শাহবাগ থানায় জিডি করেছি।’

নিজের বইয়ের বিষয়ে তিনি বলেন, ‘আমার বইটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। বইটিতে আমার স্ত্রীর বক্তব্য রয়েছে। আমার বইয়ে একটিও খারাপ শব্দ নেই। যদি কেউ বলতে পারে এটি অশ্লীল-সমাজবিরোধী কিংবা রাষ্ট্রবিরোধী বই, তাহলে আমি আমার সব বই ছিঁড়ে ফেলব। যারা ভূয়া ভূয়া বলেছে তারা কেউ বই পড়েনি।’

এর আগে শুক্রবার বিকেলে বইমেলায় বইয়ের প্রচারণা করতে গেলে আগত অনেকের ক্ষোভের মুখে পড়েন এই দম্পতি। এসময় ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে মেলা প্রাঙ্গণ থেকে তিশা-মুশতাককে বের হয়ে যেতে বাধ্য করা হয়। আনসার সদস্যদের নিরাপত্তা নিয়ে বইমেলা ত্যাগ করেন খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তোলে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার