হোম > সারা দেশ > শরীয়তপুর

নির্যাতন করে ৭২ লাখ টাকা আদায়: ২ পুলিশ কর্মকর্তার ক্ষমার আবেদন নিলেন না হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও আসামি এবং তাঁদের স্বজনদের নির্যাতন চালিয়ে ৭২ লাখ টাকা আদায়ের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার ক্ষমার আবেদন গ্রহণ করেননি হাইকোর্ট। 

নির্দেশ অনুযায়ী রোববার (৬ আগস্ট) শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির ও পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান হাজির হন। শুনানিতে হাইকোর্ট বলেন, ‘নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ করার সুযোগ নেই।’

এদিকে উচ্চ আদালত থেকে জামিনে থাকার পরও আসামিদের কারাগারে পাঠানোর ঘটনার ব্যাখ্যা দিতে শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল ইমরানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২০ আগস্ট তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। 

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে দুই পুলিশ কর্মকর্তার পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

উল্লেখ্য, হাইকোর্ট থেকে জামিন নেওয়া আসামি এবং তাঁদের স্বজনদের থানায় আটকে নির্যাতন করে ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়ার ঘটনায় শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট