হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাসে ডাকাতি : চালকসহ ৩ জন জামিনে মুক্ত, পুলিশের ঠেলাঠেলি

টাঙ্গাইল ও বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

ঢাকা-রাজশাহী রুটে ডাকাতির ঘটনায় আটক বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারী জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁরা জামিন পেলেও বিষয়টি আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানা যায়।

এদিকে যাত্রীরা ঘটনাস্থল টাঙ্গাইলের মির্জাপুর বললেও মির্জাপুর থানা পুলিশের দাবি, ঘটনাস্থল গাজীপুরের কালিয়াকৈরে।

নাটোরের বড়াইগ্রাম আমলি আদালত সূত্রে জানা যায়, বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম স্বাক্ষরিত চালানমূলে ঢাকা-রাজশাহী চলাচলকারী ইউনিক রোড রয়েলস বাসের চালক বাবলু ইসলাম (৩৫), চালকের সহকারী সুমন ইসলাম (৩৫) ও সুপারভাইজার মাহবুল আলমকে (৩৮) বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়। সন্ধ্যায় তাঁদের আদালতের সামনে হাজির করলে আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক মোস্তফা কামাল বলেন, মামলাটি ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারার হওয়ায় এবং আসামিদের বিরুদ্ধে কোনো ধর্তব্য অপরাধের অভিযোগ সুনির্দিষ্ট না থাকায় আদালত তাঁদের জামিনের আদেশ দেন।

ভুক্তভোগী যাত্রীদের টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করতে বলে বড়াইগ্রাম থানার পুলিশ। এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, বাসের যাত্রীরা মৌখিকভাবে পুলিশকে ডাকাতি হওয়ার কথা বলেছেন। অনেক যাত্রীই রাস্তায় নেমে গেছেন। দুজন নারী যাত্রী এসেছিলেন। তাঁদের একজনের বাড়ি নাটোরের লালপুরে, আরেকজনের বাড়ি রাজশাহীর পুঠিয়ার দিকে। তাঁরা তাঁদের নির্যাতনের ব্যাপারে কোনো কথা বলেননি। তাঁরা চলে গেছেন। তাঁদের মোবাইল ফোন নম্বরও তাঁর কাছে নেই।

অন্যদিকে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। সঠিক তথ্য উদ্ঘাটনে অনেক দূর এগোতে পেরেছি। কালিয়াকৈরের হাই-টেক পার্কের নিকট বাসটি পৌঁছার পর ডাকাতেরা ডাকাতি শুরু করে। ডাকাতেরা প্রায় দুই ঘণ্টার মতো সময় বাস জিম্মি করে ডাকাতি করে। পরবর্তী সময়ে কালিয়াকৈরের নন্দন পার্ক এলাকায় বাস থামিয়ে ডাকাতেরা পালিয়ে যান। ধর্ষণের ঘটনার প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে ওই নারীদের মোবাইল, টাকা ছিনিয়ে নেওয়ার সময় গায়ে ধস্তাধস্তির কারণে গায়ে স্পর্শ লেগেছে। সেই বিষয়কেই এলাকাভেদে বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে।’

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি