হোম > সারা দেশ > ঢাকা

বালা-মসিবত থেকে যেন উদ্ধার পাই, ঈদ-পয়লা বৈশাখ উদ্‌যাপন করতে পারি: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সামনে ঈদ, খুশির দিন। আমরা যেন এই ঈদ উদ্‌যাপন করতে পারি। সামনে পয়লা বৈশাখ আরও খুশির দিন। সব খুশি একত্রে আসছে। এর মধ্যে বালা-মসিবত থেকে উদ্ধার পাব, সেটা যেন সবাই মিলে চিন্তা করি।’

আজ মঙ্গলবার গ্রামীণ টেলিকমের শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার হাজিরা দিতে গিয়ে আদালত প্রাঙ্গণে এ কথা বলেন তিনি।

ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ও মহানগর দায়রা জজ আস-সামছ জগলুল হোসেন এ অভিযোগ আমলে নিয়ে মামলা বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ পাঠিয়েছেন।

ড. ইউনূস আরও বলেন, ‘বালা-মসিবতে আমরা ক্ষতিগ্রস্ত, দেশের মধ্যে বালা-মসিবতের জন্য সমষ্টিগতভাবে সবাই ক্ষতিগ্রস্ত। কাজেই এগুলো অতিক্রম করতে না পারলে, আমাদের কোনো মুক্তি নেই, রেহাই নেই।’

তিনি বলেন, ‘আমাদের ওপর অনেক বালা-মসিবত। ব্যক্তিগতভাবে আমার ওপর বালা-মসিবত, আমার সহকর্মীদের ওপর বালা-মসিবত এবং দেশের ওপর বালা-মসিবত। এই বালা-মসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যেন দোয়া করি।’

অভিযুক্ত ড. ইউনূস বলেন, ‘আমরা আমাদের নিজের মনে কাজ করে যাই। কতগুলো অভিজ্ঞতা নিয়ে কাজ করি, কতগুলো স্বপ্ন নিয়ে কাজ করি। মানুষের মঙ্গলের জন্য আমরা এই কাজ করি।’

তিনি বলেন, ‘সামাজিক ব্যবসা নিয়ে যেসব কাজ করে যাচ্ছি, দেশের মানুষ এটাতে এগিয়ে এসেছে। দেশ-বিদেশের মানুষ এটাতে বিশ্বাস করেছে। তারা উৎসাহিত হচ্ছে। এটা আমাদের মনে হয়েছে, মানুষের জন্য মঙ্গল হবে। মানুষের মঙ্গলের জন্য আমরা কাজ করে যেতে চাই।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু