হোম > সারা দেশ > ঢাকা

বালা-মসিবত থেকে যেন উদ্ধার পাই, ঈদ-পয়লা বৈশাখ উদ্‌যাপন করতে পারি: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সামনে ঈদ, খুশির দিন। আমরা যেন এই ঈদ উদ্‌যাপন করতে পারি। সামনে পয়লা বৈশাখ আরও খুশির দিন। সব খুশি একত্রে আসছে। এর মধ্যে বালা-মসিবত থেকে উদ্ধার পাব, সেটা যেন সবাই মিলে চিন্তা করি।’

আজ মঙ্গলবার গ্রামীণ টেলিকমের শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার হাজিরা দিতে গিয়ে আদালত প্রাঙ্গণে এ কথা বলেন তিনি।

ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ও মহানগর দায়রা জজ আস-সামছ জগলুল হোসেন এ অভিযোগ আমলে নিয়ে মামলা বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ পাঠিয়েছেন।

ড. ইউনূস আরও বলেন, ‘বালা-মসিবতে আমরা ক্ষতিগ্রস্ত, দেশের মধ্যে বালা-মসিবতের জন্য সমষ্টিগতভাবে সবাই ক্ষতিগ্রস্ত। কাজেই এগুলো অতিক্রম করতে না পারলে, আমাদের কোনো মুক্তি নেই, রেহাই নেই।’

তিনি বলেন, ‘আমাদের ওপর অনেক বালা-মসিবত। ব্যক্তিগতভাবে আমার ওপর বালা-মসিবত, আমার সহকর্মীদের ওপর বালা-মসিবত এবং দেশের ওপর বালা-মসিবত। এই বালা-মসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যেন দোয়া করি।’

অভিযুক্ত ড. ইউনূস বলেন, ‘আমরা আমাদের নিজের মনে কাজ করে যাই। কতগুলো অভিজ্ঞতা নিয়ে কাজ করি, কতগুলো স্বপ্ন নিয়ে কাজ করি। মানুষের মঙ্গলের জন্য আমরা এই কাজ করি।’

তিনি বলেন, ‘সামাজিক ব্যবসা নিয়ে যেসব কাজ করে যাচ্ছি, দেশের মানুষ এটাতে এগিয়ে এসেছে। দেশ-বিদেশের মানুষ এটাতে বিশ্বাস করেছে। তারা উৎসাহিত হচ্ছে। এটা আমাদের মনে হয়েছে, মানুষের জন্য মঙ্গল হবে। মানুষের মঙ্গলের জন্য আমরা কাজ করে যেতে চাই।’

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান