হোম > সারা দেশ > ঢাকা

মোবাইল ফোনের জন্য বুকে ছিনতাইকারীর ছুরিকাঘাত, প্রাণ গেল যুবকের 

ঢামেক ও উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার ভোরে উত্তরার হাউজবিল্ডিং এলাকায় তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত যুবকের নাম সোহান (২৭)। তাঁর বাড়ি পাবনা জেলায় বলে জানা গেছে। 

ওই যুবককে ঢামেকে নিয়ে যাওয়া রিকশাচালক মো. রাকিব জানান, হাউজবিল্ডিংয়ের দিক থেকে আজমপুরে ফুট ওভারব্রিজের নিচে আসা একটি ট্রাক থেকে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় নামিয়ে দেওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। পরে তাঁকে প্রথমে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক রোগীর অবস্থা খারাপ দেখে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যেতে বলেন। ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, হাউজবিল্ডিং সংলগ্ন এলাকায় কয়েজন ছিনতাইকারী তাঁকে ছুরিকাঘাত করে বলে শুনেছি। তাঁর বুকের বাঁ পাশে আঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। 

রিকশাচালক রাকিব বলেন, ‘মারা যাওয়ার আগে ওই ছেলে নিজের মুখে বলে গেছে তাঁর নাম সোহান। বাড়ি পাবনায়। আর কিছুই জানায়নি।’ 

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেলে এক যুবককে রক্তাক্ত অবস্থায় নিয়ে এলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

তিনি আরও বলেন, ‘সোহান নামের ওই যুবক ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। তাঁকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করেছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা রয়েছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু