হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে ফেনসিডিল নিয়ে নারীসহ গ্রেপ্তার ৩ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দরে ফেনসিডিল নিয়ে নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার সুমন মিয়ার স্ত্রী আলফাতুন (৩৪), একই উপজেলার আনিছুর রহমান ওরফে গোলাম রব্বানীর স্ত্রী সেলিনা বেগম (৪৫) ও দক্ষিণখানের আশকোনা এলাকার হাজি সামছুল হকের ছেলে মাজাহারুল (৪০)। 

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক মিঞা আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের গোলচক্করের নিকটবর্তী এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই নারী ও এক পুরুষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত এসব ফেনসিডিলের মূল্য তিন লাখ টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।  

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা এএসআই মিকাইল মোল্লা আজকের পত্রিকাকে বলেন, পঞ্চগড় থেকে ফেনসিডিল নিয়ে তাঁরা ট্রেনে করে ঢাকার বিমানবন্দর স্টেশনে এসে নেমেছিলেন। পরে মোহাম্মদপুরে যাওয়ার জন্য একটি ট্যাক্সিক্যাবে উঠলে তাঁদের বিমানবন্দর গোলচক্করসংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে দুজনকে গত মাসে ১৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে বিমানবন্দর থানায় মামলা দেওয়া হয়েছে। 

মিকাইল মোল্লা বলেন, গ্রেপ্তার হওয়া চক্রটি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ট্রেনের মাধ্যমে এসে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করত।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ