হোম > সারা দেশ > ঢাকা

শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা দাবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত শ্রমিক সমাবেশে এ দাবি জানান নুরুল হক নুর।

নুরুল হক নুর বলেন, সবকিছুর দাম বেড়েছে কিন্তু সাধারণ মানুষের আয় বাড়েনি। এই অবস্থায় শ্রমিকেরা অমানবিক জীবনযাপন করছে। সকল শ্রমিকের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা করতে হবে। শ্রমিক অধিকার পরিষদকে ২৫ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার আন্দোলন সফল করতে বিভাগীয় ও জেলা পর্যায়ে ধারাবাহিকভাবে আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে। 

সমাবেশে সংহতি প্রকাশ করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘বর্তমান বাজার দরে শ্রমিকদের বেতন ২৫ হাজার টাকা নয়, ৫০ হাজার টাকাও কম বলে মনে হয়।’ 

সভাপতির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান বলেন, জাতীয় ন্যূনতম মজুরি বাস্তবায়িত হলে বিভিন্ন সেক্টরের শ্রমিকদেরকে পৃথক পৃথকভাবে সারা বছর আন্দোলন করতে হবে না। চা শ্রমিক, পাথর শ্রমিকসহ বিভিন্ন সেক্টরের শ্রমিকদেরকে অমানবিক মজুরিতে কাজ করতে হবে না। আমরা অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবি জানাই। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি মোশাররফ হোসেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন, শ্রমজীবী সমিতির সভাপতি বাচ্চু ভূঁইয়া, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি হারুন অর রশিদ, বিপ্লবী শ্রমিক আন্দোলনের আহ্বায়ক বিপ্লব ভট্টাচার্যসহ প্রমুখ।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট