হোম > সারা দেশ > ঢাকা

খাদ্য তৈরিতে অনুমোদনবিহীন রং ব্যবহার করায় ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোরমা, বিরিয়ানি, চকলেটে অনুমোদনবিহীন রং ব্যবহার করায় পুরান ঢাকার মৌলভীবাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার রাজধানীর চকবাজার থানার মৌলভীবাজারে এই অভিযান চালায় প্রতিষ্ঠানটি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অভিযানকালে তারা দেখেন কোরমা, কাচ্চি বিরিয়ানি, চকলেট, আইসক্রিম, কেক, চানাচুরসহ অন্যান্য খাদ্যসামগ্রী তৈরিতে ফুড গ্রেড হিসেবে কাপড়ে ব্যবহৃত রং বিক্রি করা হচ্ছে। এই অপরাধে মেসার্স বিক্রমপুর ট্রেডার্স ও মেসার্স রুবেল ট্রেডিংকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় মসলার দোকানে কাপড়ে ব্যবহৃত রং বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়। 

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান আব্দুল জব্বার মণ্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট