কোরমা, বিরিয়ানি, চকলেটে অনুমোদনবিহীন রং ব্যবহার করায় পুরান ঢাকার মৌলভীবাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার রাজধানীর চকবাজার থানার মৌলভীবাজারে এই অভিযান চালায় প্রতিষ্ঠানটি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অভিযানকালে তারা দেখেন কোরমা, কাচ্চি বিরিয়ানি, চকলেট, আইসক্রিম, কেক, চানাচুরসহ অন্যান্য খাদ্যসামগ্রী তৈরিতে ফুড গ্রেড হিসেবে কাপড়ে ব্যবহৃত রং বিক্রি করা হচ্ছে। এই অপরাধে মেসার্স বিক্রমপুর ট্রেডার্স ও মেসার্স রুবেল ট্রেডিংকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় মসলার দোকানে কাপড়ে ব্যবহৃত রং বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান আব্দুল জব্বার মণ্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।