হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডিতে জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার, ককটেল-গোলাবারুদ উদ্ধারের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনের অফিসকক্ষ থেকে জামায়াতে ইসলামীর তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ককটেল-গোলাবারুদও উদ্ধার করা হয় বলে জানিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। 

আজ শনিবার বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি সাতমসজিদ রোডসংলগ্ন ৫/এ অবসর ভবনের একটি অফিসে অভিযান চালায় সিটিটিসি। ভবনটি দীর্ঘক্ষণ ঘিরে রাখা হয়। 

গ্রেপ্তাররা হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াতে ইসলামীর কোষাধ্যক্ষ খন্দকার মিজানুর রহমান এবং জামায়াতে ইসলামীর সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ। 

সিটিটিসির উপকমিশনার (ডিসি) মিশুক চাকমা এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর ধানমন্ডি সাতমসজিদ রোডসংলগ্ন ৫/এ অবসর ভবনে জামায়াতে ইসলামীর অফিসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে এখানে বসে নানা অপকর্ম পরিচালনা করেছেন। এখানে অভিযান চালিয়ে তাঁদের অনেক ডকুমেন্ট পাওয়া গেছে। ডোনার ও সদস্য তালিকার তথ্যও পাওয়া গেছে। 

তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার তথ্যও রয়েছে আমাদের কাছে।’ তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ককটেল ও বিস্ফোরক জব্দ করা হয় বলে জানান তিনি। 

মিশুক চাকমা বলেন, ২০১৮ সালে সাতমসজিদ রোডের এই রাস্তায় চালানো ধ্বংসযজ্ঞও এই অফিস থেকে পরিচালিত হয়েছিল।

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন