হোম > সারা দেশ > ঢাকা

ইজতেমা ময়দানে ১৪৪ ধারা জারি, মাঠ ছাড়ছেন সাদ অনুসারীরা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

ইজতেমা ময়দান ছাড়ছেন সাদ অনুসারীরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের পাঁচ দিনের জোড় ইজতেমাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইজতেমা ময়দানের আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে এ আদেশ জারি থাকবে। এই ঘটনার পর মাঠ ছাড়ছেন সাদ অনুসারীরা।

আজ বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮-এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে আজ বুধবার বেলা ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করার বিষয় চিঠিতে জানানো হয়েছে। এতে আরও জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টঙ্গী বিশ্ব ইজতেমা মায়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা জমায়েত এবং কোনো মিছিল সমাবেশ করতে পারবে না, কোনো প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা এ জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবে না, কোনো ধরনের লাউড স্পিকার বা এ জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চ স্বরে কোনো শব্দ করতে পারবে না।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই গণবিজ্ঞপ্তি জারি করা হলো বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ইজতেমা ময়দান ছাড়ছেন সাদ অনুসারীরা। ছবি: আজকের পত্রিকা

এদিকে, ১৪৪ ধারা জারির পর ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা মাঠ ছাড়ছেন। তল্পিতল্পা গুছিয়ে তাঁদের নিজেদের গন্তব্যে ফিরে যেতে দেখা গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান আজকের পত্রিকাকে বলেন, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন এলাকার ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে