হোম > সারা দেশ > ঢাকা

ইজতেমা ময়দানে ১৪৪ ধারা জারি, মাঠ ছাড়ছেন সাদ অনুসারীরা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

ইজতেমা ময়দান ছাড়ছেন সাদ অনুসারীরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের পাঁচ দিনের জোড় ইজতেমাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইজতেমা ময়দানের আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে এ আদেশ জারি থাকবে। এই ঘটনার পর মাঠ ছাড়ছেন সাদ অনুসারীরা।

আজ বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮-এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে আজ বুধবার বেলা ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করার বিষয় চিঠিতে জানানো হয়েছে। এতে আরও জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টঙ্গী বিশ্ব ইজতেমা মায়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা জমায়েত এবং কোনো মিছিল সমাবেশ করতে পারবে না, কোনো প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা এ জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবে না, কোনো ধরনের লাউড স্পিকার বা এ জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চ স্বরে কোনো শব্দ করতে পারবে না।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই গণবিজ্ঞপ্তি জারি করা হলো বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ইজতেমা ময়দান ছাড়ছেন সাদ অনুসারীরা। ছবি: আজকের পত্রিকা

এদিকে, ১৪৪ ধারা জারির পর ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা মাঠ ছাড়ছেন। তল্পিতল্পা গুছিয়ে তাঁদের নিজেদের গন্তব্যে ফিরে যেতে দেখা গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান আজকের পত্রিকাকে বলেন, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন এলাকার ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট